Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
১০ বাজেটে ১০৮০পি ভিডিও কোয়ালিটি এবং শ্যুট করার মত কোয়ালিটি চাইলে তো মনে হয় না সেটা সহজে সম্ভব, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ট্রাই করা বেটার।
এনিওয়ে, কিলার চয়েজ হতে পারে নীচের ৩টা।
a) Redmi 1s (এখনো পাওয়া যায় কিনা জানিনা)
b) Asus Zeonfone 2 (১২ বা এরকম কিংবা আরেকটু কম হওয়ার কথা)
c) Redmi Note 2 ( ১৫ এর মত, লো বাজেটে কিলার একটা ফোন এবং খুব সম্ভবত রেকর্ডধারী ফোন, রিলিজ হওয়ার পর মোটামুটি হটকেকের মত সেল হয়েছে)
ইউজ, ফীচার, ব্যাটারী, ক্যামেরা কোন দিক দিয়েই এইটা সাধারন কোন ফোন না, প্রায় প্রিমিয়াম স্পেক। এইটার সিপিইউ সম্ভভত Helio X10 যেইটা কিনা HTC M9 এ ইউজ করেছে।
তবে এইসব ক্ষেত্রে স্ট্যাবিলাইজেন ম্যাটার করে। মটো এক্স অসাধারন ডিজিটাল স্ট্যাবিলিজাইশেন দিতে পারে এমনকি OIS ওয়ালা ডিভাইসের থেকেও বেটার দেয় কখনো। মটো জি তে সেই জিনিস আছে কিনা জানিনা অবশ্য।
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
দেখেশুনে মনে হচ্ছে এমাজন ফায়ার ফোন কেনাটাই রাসেল ভাইয়ের জন্য ভালো হবে। কেনার পর কাস্টম রম দিয়া নিবেন এরপর আরামসে ইউজ করবেন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
মটো জি একটা ফাউল ফোন।
কেনার পর থেকে একটা না একটা সমস্যা লেগেই আছে।
ব্রাইটনেস স্যামসাং এর ৭হাজার টাকার ফোনের কাছেও নাই।
২৮ ২০-১২-২০১৫ ০৪:০৩ সর্বশেষ সম্পাদনা করেছেন RUSSEL13 (২০-১২-২০১৫ ০৫:৪৭)
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
মেহেদী ভাই যে জিনিশ দেখাইলেন তার পর আর কিছুই ভালো লাগতেছে না
এখন আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে।
ক। আমি ১ মাস অপেক্ষা করে জানুয়ারীর শেষের দিকে নোট ২ কিনব।
খ। বাজেটের মধ্যে এই মুহুর্তে যে কোন একটা কিনে নিব।
যদিও মোবাইলটা জরুরী, তবুও নোট ২ এর ভিডিও কোয়ালিটি দেখে মনে হচ্ছে একমাত্র এই মোবাইলটাই আমার চাহিদার সাথে সম্পূর্ণ মিলে মিশে যাচ্ছে নাহ, কিছুদিন পরেই কিনি তাহলে, কিন্তু এইটাই কিনি
বাই দ্যা ওয়ে, লোকাল দোকানে নোট ২ না পেলেও অন্য মোবাইল দেখছি যেগুলোর দাম এতো বেশি পার্থক্য দেখাচ্ছে একেক দোকানে... অনলাইনে শাওমি বাংলাদেশ সত্যিকার অর্থে শাওমির নিজস্ব কোন প্রতিষ্ঠান নয় গেজেট গ্যাং ৭ এ এখন বর্তমান দাম 15,700 টাকা আর অনলাইনে হোম ডেলিভারি দিবে এরকম কিছু প্রতিষ্ঠান আরো কিছু কমে সেল করছে। গেজেট গ্যাং সম্ভবত শাওমির শুধুমাত্র সফটয়্যার ওয়ারেন্টি দিচ্ছে। পার্টসে সমস্যা হলে আমাকে কিনে দিতে হবে।
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
অবশেষে সব ঠিক থাকলে আজকে মোবাইল কিনতে পারি
মেহেদী ভাইয়ের সাজেশনে Xiaomi Redmi Note 2
বানিজ্যমেলা থেকে কিনব, তবে DX Generation নাকি Gadget Gang 7 থেকে নিব বুঝতে পারছি না ? অফার সেইম, সো কোনটা বেটার হয় ?
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
আপাতত আপডেট :
মেলা থেকে ফিরলাম, গেজেট এন্ড গ্যাং৭ থেকেই কিনে এনেছি
পরে পোস্ট আপডেট করব
৩৫ ০৮-০১-২০১৬ ২৩:০৮ সর্বশেষ সম্পাদনা করেছেন আরিফ হাসান (০৯-০১-২০১৬ ০২:২৭)
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
আমিও একটা নিলাম মেলা থেকে গতকাল। মোবাইল মেলা থেকে দেখে বাণিজ্য মেলা থেকে নিয়ে নিলাম। ফোনটা বেশ ভাল, মন্দ শুধু ৩০০০ মিলি ব্যাটারি। তবে ব্যাক সাইটে খুব সহজে স্ক্র্যাচ পড়ে। একটা ব্যাককভার নিয়ে নিয়েন। প্রথমে গুগল কন্টাক্ট সিংক করতে পারি নাই আর প্লেস্টোর থেকে কিছু ইন্সটল করতে পারি নাই। শুধু ওয়াইফাই চায়। পরে গুগলিং করে সব ঠিক করে নিয়েছি।
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
Re: নতুন ফোন কেনার জন্য সহায়তা প্রয়োজন
কেনার পরই প্রথম কাজ ছিল ওদের কাস্টম রম ফেলে দিয়ে শাওমির অরিজিনাল miui এর ডেভ ভার্সন ইন্সটল করা। এখন পর্যন্ত শর্টকাটে যা যা হইলো আপডেটেড রমে...
১. ব্যাটারী পার্ফমেন্স খুব ভালো হইছে
২. ক্যামেরাতে কিছু বাগ আছে এক্সপোজার কন্ট্রোল করার সময়
৩. হিটিং ইস্যু আছে, তবে সেটা একটা পর্যায় পর্যন্ত বাড়বে, তার বেশি কখনই নয়
৪. অসাধারণ গেমিং পার্ফমেন্স
৫. MiUi সম্ভবত আমার দেখা বেস্ট এন্ড্রোয়েড OS