২১

Re: নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে

২২

Re: নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে

বহুদিন পর ফোরামে লগইন করলাম হাঙ্গরিকোডার কে দেখে। বহু পুরোনো একটা দাবী ছিল।
ফোরামের চলতি টপিকের লজিকটা কি? এটাকে পরিবর্তন করা যায় না? কেউ একজন ভাল একটা টপিক বহু পরিশ্রম করে লিখল একদিন পরেই সেটা চলতি টপিক লিস্ট হতে গায়েব। আমাদের মত যারা সপ্তাহে একবার দুই বার ফোরামে ঢুকি (বেশির সময় মোবাইল থেকে, লগইন ছাড়া), শুধু ৬ - ৭ টপিক থাকে চলতি টপিক লিস্টে। বেশির ভাগই হিমেল পরশ অথবা রুপকথার  টপিক hairpull। লগইন করে, সময় করে যখন ঢুকি, ততক্ষনে চলতি টপিকে সেগুলো আর নাই। এরপর একে একে ইনভারব্রাস, তারছেড়া...., সদস্য-১, মেহেদী অথবা ডেডলকের কোন টপিক খুজে বের করতাম।

পরে বিরক্ত হয়ে ফোরামেই আর লগিন করিনা অনেকদিন হলো। চলতি টপিক যদি ২৫-২৬ টা/ একাধিক পৃষ্ঠা থাকে তবে সমস্যা কি? একটা টপিক ৭-৮ দিন ফ্রন্ট পেজে থাকল, অথবা মানসম্পন্ন টপিক (ইউজারদের লাইক / মোট কমেন্ট অনুযায়ী) ২- ৩ সপ্তাহ ফ্রন্ট পেজে থাকতে পারে।  আমার মনে হয়, সেক্ষেত্রে ফোরামিকরা টপিক করতে আরো উৎসাহিত হবে।  আরো বেশি কমেন্ট আসবে।

আমার মনে হয়, এটা আপনি চাইলেই সমাধান করতে পারেন। প্লিজ একটু দেখবেন?

২৩

Re: নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে

২৪

Re: নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে

ধন্যবাদ।

"সাম্প্রতিক মন্তব্যগুলো" এখানে সাম্প্রতিক এর সংজ্ঞা কি? ১,২.... দিন,ঘন্টা?

সময়টা বাড়িয়ে দেয়া যায় না?  ৭ দিন, ১০ দিন...... পানবিবি একটু ঘাটানি দেন না!

ভাল টপিক, খারাপ টপিক রেটিং কোন একদিন আপনাদের লাগবেই। নইলে হিমেলপরশ, রাব্বি, নিনজা ইফেক্টে সবাই একটু আধটু কষ্ট পাবে।

২৫

Re: নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে

এখন আর আগের মত পোন্ট হয়না । নতুন লেখা খুব কম এই দিকটাতে মনোযোগ দিতে হবে ।