২ ০৮-১২-২০১৫ ২০:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন mcctuhin (০৮-১২-২০১৫ ২১:০৯)
Re: হিল ট্র্যাক্টসে সেটেলার বাঙালি সম্প্রদায়ের সন্ত্রাসী কাযকলাপ।
Racist শব্দটা শুনছেন কখনো? আপনি একজন রেসিস্ট। আদিবাসী বাঙালি পাহাড়ি আমরা সবাই বাংলাদেশি/বাঙালি। কোন ধরনের ডিসক্রিমিনেশন নিয়ে আসাটা উচিত না এর মাঝে। অযথাই "সেটেলার" শব্দটা ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছেন।
আর পোস্টের টাইটেল দেখে ভিতরে ঢুকে বিশাল ফাটা খাইলাম। কোন সন্ত্রাসী কার্যকলাপের কথাই বলেন না, হুদাই "বাঙালিরা কত্ত খারাপ" টাইপ শিরোনাম দিয়া ভিতরে আর্য অনার্য আরব সুফি টাইনা ত্যানা প্যাচাইলেন।
বাই দা ওয়ে, বাংলা ভাষায় রেফ দিতে হয় কিভাবে সেটা শিখে নেবেন দয়া করে। আপনার জন্য নিচে দিয়ে দিচ্ছি।
অভ্র তে দুইবার r লিখলে রেফ হয়। arrzo = আর্য
ইউনিজয় তে চাপুন, gf (আ)+v (র)+g (হসন্ত)+w (য) = আ+র+হসন্ত+য = আর্য
৩ ০৮-১২-২০১৫ ২১:১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৮-১২-২০১৫ ২১:৩৫)
Re: হিল ট্র্যাক্টসে সেটেলার বাঙালি সম্প্রদায়ের সন্ত্রাসী কাযকলাপ।
Re: হিল ট্র্যাক্টসে সেটেলার বাঙালি সম্প্রদায়ের সন্ত্রাসী কাযকলাপ।
কুল ডাউন গাইজ। অ্যাবসুলুট পিওর জাতি বলতে কোন কিছু আছে কিনা সেটাই তো মনেহয় গবেষণার জিনিস। যদিও এ সংক্রান্ত আমার জ্ঞানের অবস্থা খুব একটা ভালো নয়।
আদিবাসীদের সাথে আমরা যে খুব ভালো আচরণ করেছি সেটা হলফ করে কেউ বলতে পারবেনা। তবে হ্যাঁ, ওনাদের সাথে অত্যাচারের ঘটনা ঘটেছে, তাই হয়তো রাগের মাথায় সবাইকে খারাপ বানিয়ে জেনেরালাইজড করেছেন। যতদূর বুঝলাম উনি বয়সে তরুণ। আশা করি ওনার জ্ঞানের পরিধি বাড়বে। সেটলার-আদিবাসী টানাপোড়েনের ব্যাপারগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানবেন এবং এ ধরনের জেনেরালাইজড আক্রমণাত্বক পোস্ট করা থেকে বিরত হবেন এবং ভবিষ্যতে ফলপ্রসু গঠনমূলক মন্তব্য/পোস্ট/টপিক করবেন।
Re: হিল ট্র্যাক্টসে সেটেলার বাঙালি সম্প্রদায়ের সন্ত্রাসী কাযকলাপ।
ঠিক বলেছেন। উনি সম্ভবত ক্রোধের বশবর্তী হয়ে ওসব পোস্ট করে থাকবেন। ঘৃণা শুধু ঘৃণাই ডেকে আনে। পারমি, আপনি এ ধরণের হিংসাত্নক কার্যকলাপ থেকে বিরত থাকবেন আশা করি। সাধারণিকরণ ভাল ব্যাপার না, কেমন?
Re: হিল ট্র্যাক্টসে সেটেলার বাঙালি সম্প্রদায়ের সন্ত্রাসী কাযকলাপ।
শিরনাম এর সাথে মূল লেখার কোন মিল পেলাম না।