টপিকঃ সম্প্রতি কী কী কমিক বুক পড়লেন?
যদিও ফোরামে "সম্প্রতি কী কী বই পড়লেন?" নামে একটা টপিক আছে তারপরেও এই টপিক অবতারণার কারণ হচ্ছে ট্রেডিশনাল বইয়ের থেকে কমিক বুক সব দিক দিয়ে আলাদা। যাই হোক, আমার জানামতে বেশ কিছু ফোরামিক আছেন যারা নিয়মিত কমিক বুক পড়েন। এই টপিকে সম্প্রতি পড়া কমিক বুকগুলোর ব্যাপারে আপনার অনুভুতি শেয়ার করতে পারেন। সাথে উইকিপিডিয়া লিঙ্ক, একটা স্ক্রীণশট আর রেটিং হলে খুবই ভালো হয়। তবে স্পয়লার না দিলেই ভালো হবে
যাইহোক আমি এই রিসেন্টলি ডেয়ারডেভিলের বর্ন এগেইন স্টোরীলাইনের চারটি ইস্যু শেষ করলাম। রেটিং ৯/১০।
ফ্রাঙ্ক মিলারের ওয়ান অফ দ্যা বেস্ট ওয়ার্ক
উইকি লিঙ্কঃ https://en.wikipedia.org/wiki/Born_Again_%28comics%29
বাধা ছিল মন কিছু স্বার্থের মায়াজালে...