টপিকঃ প্রিন্টার কেনা বিষয়ে
আমি একজন ছাত্র। আমার খুব তাড়াতাড়ি একটা প্রিন্টার দরকার। বাজেট ৬০০০/= । আমার কোন প্রিন্টার কেনা উচিত?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » প্রিন্টার কেনা বিষয়ে
আমি একজন ছাত্র। আমার খুব তাড়াতাড়ি একটা প্রিন্টার দরকার। বাজেট ৬০০০/= । আমার কোন প্রিন্টার কেনা উচিত?
কী কী কাজ করবেন?
এখানে খুঁজে দেখুন: (দাম দিয়ে সর্ট করে নিয়েন)
http://www.ryanscomputers.com/Printer/All-Brands
এই দামের রেঞ্জে এমনকি মাল্টিফাংশনাল প্রিন্টার আছে: কালার প্রিন্ট, স্ক্যান, ফটোকপি।
A4 আর সাদাকালো প্রিন্ট যদি উদ্দেশ্য হয় তাহলে মনে হয় লেজার প্রিন্টারই ভাল হবে।
সাদা কালো প্রিন্ট ই দিব। ভাবসি লেজার নিবো। কিন্তু কোন ব্র্যান্ডের? আর লেজার প্রিন্টার রিফিল সম্পর্কে জানতে চাই ভাইয়া।
আমি লেজার প্রিন্টার নিয়েছিলাম কিন্তু বেশীদিন চালাতে পারি নাই কারন রিফিলের ঝামেলা এবং ব্যয়।তারপরে আমি নিয়েছি ক্যানন আই পি ২৭৭২ এই মডেলটা ড্রাম সহ কালার প্রিন্টার বেশ ভাল চলতেছে,প্রিন্ট খরচও একেবারে কম।
আর হ্যা "পরিবেশ প্রকৌশলী" ভাই একদম যথার্থই বলেছেন,সাদাকালো প্রিন্ট হলে লেজার প্রিন্টারই উত্তম।কিন্তু খরচের হিসেব আসলে ইঙ্কজেট ই বেস্ট আমার মতে।ধন্যবাদ।
ক্যানন আই পি ২৭৭২
কয়দিন আগে নিলাম। ড্রাম লাগানোয় ঝামেলা পোহাতে হয়েছে। ড্রামের পাইপ প্রথমে কার্টিজের নিচে যাচ্ছিলো বারবার। পরে পাইপ ম্যানেজেমেন্ট করা লাগছে।
রাজ ভাইয়া। আমার এক ভাই আইপি ২৭৭২ ব্যবহার করে। উনি বললেন যে কার্টিজে নাকি প্রব্লেম আছে। ফ্রন্ট নাকি কেটে কেটে যাই। ভাইয়াও ড্রাম ব্যবহার করে।
A4 আর সাদাকালো প্রিন্ট যদি উদ্দেশ্য হয় তাহলে মনে হয় লেজার প্রিন্টারই ভাল হবে।
একমত।
সাদা কালো প্রিন্ট ই দিব। ভাবসি লেজার নিবো। কিন্তু কোন ব্র্যান্ডের? আর লেজার প্রিন্টার রিফিল সম্পর্কে জানতে চাই ভাইয়া।
ক্যানন বা স্যামসাং নিতে পারেন।
আমি লেজার প্রিন্টার নিয়েছিলাম কিন্তু বেশীদিন চালাতে পারি নাই কারন রিফিলের ঝামেলা এবং ব্যয়।
রিফিলেরতো তেমন ঝামেলা নাই তবে নিজে করাটা অনেক হেপার। (যদিও এ পর্যন্ত আমি নিজে ট্রাই করতে গিয়ে একটা কার্টিজ নষ্ট করেছি ) ফকিলাপুলে গাউসে পাক নামে একটা মার্কেট আছে হয়তোবা চিনে থাকবেন। ওখানে ৩০০ টাকা হতে ৫০০ টাকার মধ্যে লেজার কার্টিজ রিফিল করে। কার্টিজের প্রকারভেদে একবার রিফিলে ২০০০-২৫০০ পর্যন্ত প্রিন্ট করা যায়।
শামীম ভাইয়ের সাথে সুর মিলিয়ে আবারো বলছি যদি আপনার শুধুমাত্র ব্লাক প্রিন্টের দরকার হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই লেজার প্রিন্টার কেনা উচিত। লেজার প্রিন্টার বেশ টেকসই অপরদিকে লিকুইড কালির প্রিন্টারগুলো ফার্মের মুরগীর মত একটু এদিক সেদিক হলেই অক্কা পায়।
আমার কাছে ব্রাদার প্রিন্টার গুলো ভালো লাগে
তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিন্টার সম্ভবত ক্যানন। ওয়ারেন্টি বাজেট ও অন্যান্য দিক বিবেচনা করে যেকোনো একটা কিনে ফেলুন। ভালো চললে সার্থকতা না চললে অভিজ্ঞতা হবে
শুধু সাদাকালো প্রিন্টার নিলে canon LBP-3300 নিতে পারেন । মুল্য ১১৩০০ টাকা ।
আমার কাছে ব্রাদার প্রিন্টার গুলো ভালো লাগে
তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিন্টার সম্ভবত ক্যানন। ওয়ারেন্টি বাজেট ও অন্যান্য দিক বিবেচনা করে যেকোনো একটা কিনে ফেলুন। ভালো চললে সার্থকতা না চললে অভিজ্ঞতা হবে
অফিস থেকে একটা ব্রাদার দিয়েছিলো আমাকে আর আমার প্রতিবেশী কলিগকে। ওনারটা ছয়মাসের মাথায় অক্কা পেয়েছে। আর আমারটা চলছে, কিন্তু প্রিন্ট দিলে পুরো কাগজে ছোট ছোট কালো কালো বিন্দুর স্পট পড়ে। কলিগকে দেয়া নতুন hp টার পারফর্মেন্স ব্রাদারের চাইতে অনেক অনেক ভালো।
ভাইয়ারা যদি একটু কষ্ট করে hp-র লেজার প্রিন্টার সম্পর্কে বলতেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » প্রিন্টার কেনা বিষয়ে
০.০৬৭০৬৬৯০৭৮৮২৬৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৪৮৩১৭৫১৮৩৭০১ টি কোয়েরী চলেছে