টপিকঃ প্রিন্টার কেনা বিষয়ে

আমি একজন ছাত্র। আমার খুব তাড়াতাড়ি একটা প্রিন্টার দরকার। বাজেট ৬০০০/= । আমার কোন প্রিন্টার কেনা উচিত?

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (২৯-১১-২০১৫ ১৩:৪০)

Re: প্রিন্টার কেনা বিষয়ে

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রিন্টার কেনা বিষয়ে

সাদা কালো প্রিন্ট ই দিব। ভাবসি লেজার নিবো। কিন্তু কোন ব্র্যান্ডের? আর লেজার প্রিন্টার রিফিল সম্পর্কে জানতে চাই ভাইয়া।

Re: প্রিন্টার কেনা বিষয়ে

আমি লেজার প্রিন্টার নিয়েছিলাম কিন্তু বেশীদিন চালাতে পারি নাই কারন রিফিলের ঝামেলা এবং ব্যয়।তারপরে আমি নিয়েছি ক্যানন আই পি ২৭৭২ এই মডেলটা ড্রাম সহ কালার প্রিন্টার বেশ ভাল চলতেছে,প্রিন্ট খরচও একেবারে কম।

আর হ্যা "পরিবেশ প্রকৌশলী" ভাই একদম যথার্থই বলেছেন,সাদাকালো প্রিন্ট হলে লেজার প্রিন্টারই উত্তম।কিন্তু খরচের হিসেব আসলে ইঙ্কজেট ই বেস্ট আমার মতে।ধন্যবাদ।

Re: প্রিন্টার কেনা বিষয়ে

Re: প্রিন্টার কেনা বিষয়ে

রাজ ভাইয়া। আমার এক ভাই আইপি ২৭৭২ ব্যবহার করে। উনি বললেন যে কার্টিজে নাকি প্রব্লেম আছে। ফ্রন্ট নাকি কেটে কেটে যাই। ভাইয়াও ড্রাম ব্যবহার করে।

Re: প্রিন্টার কেনা বিষয়ে

সর্বশেষ সম্পাদনা করেছেন সমালোচক (৩০-১১-২০১৫ ১২:১৫)

Re: প্রিন্টার কেনা বিষয়ে

আমার কাছে ব্রাদার প্রিন্টার গুলো ভালো লাগে
তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিন্টার সম্ভবত ক্যানন। ওয়ারেন্টি বাজেট ও অন্যান্য দিক বিবেচনা করে যেকোনো  একটা কিনে ফেলুন।  ভালো চললে সার্থকতা না চললে অভিজ্ঞতা হবে  kidding

Re: প্রিন্টার কেনা বিষয়ে

শুধু সাদাকালো প্রিন্টার নিলে canon LBP-3300 নিতে পারেন । মুল্য ১১৩০০ টাকা ।

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১০

Re: প্রিন্টার কেনা বিষয়ে

রাবনে বানাদি ভুড়ি :-(

১১

Re: প্রিন্টার কেনা বিষয়ে

ভাইয়ারা যদি একটু কষ্ট করে hp-র লেজার প্রিন্টার সম্পর্কে বলতেন।