টপিকঃ প্রিন্টার কেনা বিষয়ে
আমি একজন ছাত্র। আমার খুব তাড়াতাড়ি একটা প্রিন্টার দরকার। বাজেট ৬০০০/= । আমার কোন প্রিন্টার কেনা উচিত?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » প্রিন্টার কেনা বিষয়ে
আমি একজন ছাত্র। আমার খুব তাড়াতাড়ি একটা প্রিন্টার দরকার। বাজেট ৬০০০/= । আমার কোন প্রিন্টার কেনা উচিত?
সাদা কালো প্রিন্ট ই দিব। ভাবসি লেজার নিবো। কিন্তু কোন ব্র্যান্ডের? আর লেজার প্রিন্টার রিফিল সম্পর্কে জানতে চাই ভাইয়া।
আমি লেজার প্রিন্টার নিয়েছিলাম কিন্তু বেশীদিন চালাতে পারি নাই কারন রিফিলের ঝামেলা এবং ব্যয়।তারপরে আমি নিয়েছি ক্যানন আই পি ২৭৭২ এই মডেলটা ড্রাম সহ কালার প্রিন্টার বেশ ভাল চলতেছে,প্রিন্ট খরচও একেবারে কম।
আর হ্যা "পরিবেশ প্রকৌশলী" ভাই একদম যথার্থই বলেছেন,সাদাকালো প্রিন্ট হলে লেজার প্রিন্টারই উত্তম।কিন্তু খরচের হিসেব আসলে ইঙ্কজেট ই বেস্ট আমার মতে।ধন্যবাদ।
রাজ ভাইয়া। আমার এক ভাই আইপি ২৭৭২ ব্যবহার করে। উনি বললেন যে কার্টিজে নাকি প্রব্লেম আছে। ফ্রন্ট নাকি কেটে কেটে যাই। ভাইয়াও ড্রাম ব্যবহার করে।
আমার কাছে ব্রাদার প্রিন্টার গুলো ভালো লাগে
তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিন্টার সম্ভবত ক্যানন। ওয়ারেন্টি বাজেট ও অন্যান্য দিক বিবেচনা করে যেকোনো একটা কিনে ফেলুন। ভালো চললে সার্থকতা না চললে অভিজ্ঞতা হবে
শুধু সাদাকালো প্রিন্টার নিলে canon LBP-3300 নিতে পারেন । মুল্য ১১৩০০ টাকা ।
ভাইয়ারা যদি একটু কষ্ট করে hp-র লেজার প্রিন্টার সম্পর্কে বলতেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » প্রিন্টার কেনা বিষয়ে
০.০৪৬৮২৮৯৮৫২১৪২৩৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৬৪০৩৮১০২৯৯৬২ টি কোয়েরী চলেছে