টপিকঃ ডাটাবেজ UTF-8 এ নেওয়া প্রসঙ্গে
পানবিবির একটা ডেটাবেজ আছে ১.২.১৬ এর। সমস্যা হল আগের কালে মনে হয় UTF-8 এত জনপ্রিয় ছিল না। এখন এটা থেকে লেটেস্ট PunBB 1.4.4 এ নিতে গেলে যে ডিফল্ট ডাটাবেজ আপগ্রেড স্ক্রিপ্ট আছে এর সাহায্যে আপগ্রেড করলে বাংলাসব ছেড়াবেড়া হয়ে এরকম অবস্থা হয়
কি করা যেতে পারে বাংলা লেখা ইন্ট্যাক্ট রাখতে গেলে? গুগল করে এই ব্যাটার একটা স্ক্রিপ্ট পেলাম বাট এইটার লিংক ডেড।
কিন্তু সে বলছে
I've finally managed to deal with it just by using MODIFY statements on all the columns for which charset was latin1.
This works as long as the columns are declared as latin1 and the data are really stored in latin1, which is the case in most cases (this will also work with other charsets on the same condition).
এই জিনিসটা করলে হয়ত ঠিক করা যাবে। এই কাজটা কিভাবে করা যায় এনি আইডিয়া?