টপিকঃ অ্যান্ড্রয়েড
আমি ১০,০০০ বাজেটের মধ্যে একটা ভালো মানের স্মার্ট ফোন কিনতে চাই। কনফিগারেশন যেন ভালো হয়। সাথে ক্যামেরার রেজ্যুলেশন। কোন ব্র্যান্ড ভালো হবে এতে? কয়েকটা ফোনের মোডেল বলেন.।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড
আমি ১০,০০০ বাজেটের মধ্যে একটা ভালো মানের স্মার্ট ফোন কিনতে চাই। কনফিগারেশন যেন ভালো হয়। সাথে ক্যামেরার রেজ্যুলেশন। কোন ব্র্যান্ড ভালো হবে এতে? কয়েকটা ফোনের মোডেল বলেন.।
এই বাজেটে ব্রান্ডের গুলো পাওয়াটা খানিক মুশকিল তবে আপনি স্যামসাং J2 ডিভাইসটি দেখতে পারেন। তবে ক্যামেরা পাবেন মন্দের ভালো আর কি
দাম 12990 টাকার মত নিবে।
http://www.gsmarena.com/samsung_galaxy_j2-7357.php
আর ওয়ালটন / সিম্ফোনি থেকে মোটামুটি দুইটার হাতে গোনা কয়েকটা ডিভাইস ভালো। সব গুলো নয়
Gionee Marathon M3 দেখতে পারেন। 5000 mAh জাম্বো ব্যাটারী। এই ব্রান্ড থেকেই মূলত ওয়ালটন & সিম্ফোনি নিজেদের নামে সেট আনিয়ে বিক্রি করেছে তবে ডিভাইস গরম হবে প্রচুর কারণ ব্যাটারী জন্য
ও আর এটার ব্যাটারী কিন্তু নন-রিমুভাবেল।
দামঃ ১৩০০০ টাকা
এছাড়া ওপ্পো আছে। তবে কনফিগের তুলনায় দাম বেশি মনে হয়
এছাড়া Alcatel OneTouch Flash 2 দেখতে পারেন। ক্যামেরা বাদের বাকি কনফিগ যথেষ্ট ভালো। তবে ব্যাক ক্যামেরা অনেক বাজে
ভালো মানের ক্যামেরার জন্য আপনি Huawei Honor 4C [G Play Mini] দেখতে পারেন। ক্যামেরা অনেক ভালো এটার প্রাইস ১৫ হাজার টাকা।
thanks
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড
০.০৩৮৫৮৫৯০১২৬০৩৭৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৩৮৫৮৮৭৭৭৮৭৪৬ টি কোয়েরী চলেছে