Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।
সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।
ট্যাগ ফিচার ছাড়াই ট্যাগ দিলাম পলু ভাই আর মেহেদী ৮৩ ভাইরে
মিটাপ হইলেই আমি দৌড় দিয়া ঝাপায়া পরি!! কেন জানি এর আগে প্রজন্মের কোন মিটাপে আমি যাই নাই!! এইবার গেলাম!! চুপচাপ মজা উপভোগ করলাম!! সব্বাইকে থ্যাংকস
বাই দা রাস্তা আমার ছবিটা তুলসে কে ? তেনারে প্লাসাইতাম
সত্যিই একটা দারুন দিন ছিলো ,
সুন্দর লৈখিক ভাস্যের জন্য মেহেদী ভাইয়া আর সুন্দর ঝক ঝকে ছবি গুলোর জন্য রাসেল কে অনেক ধন্যবাদ
* সবাইকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর টি শার্ট উপহার দেওয়ার জন্য।
*ক্যান্ডিগুলা দুর্দান্ত ছিলো ।
*পলাশ ভাইয়াকে ধন্যবাদ তার কেকের বাইট আমার সাথে শেয়ার করার জন্য এবং খাইয়ে দেওয়ার জন্য ।
*বাপ্পাকে ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম উপহার এবং আমার বাস ভাড়াটা দেওয়ার জন্য ।
*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
আর সর্বোপরি রাজু ভাইয়াকে ধন্যবাদ ভাবী ও রাজকন্যা সহ আমাদের সাথে তার মূল্যবান সময় দিয়ে দুর্দান্ত মুহুর্ত কাটানোর জন্য ।।
এখানে একটা কথা যেটা না বললেই না আর তাহলো আমি শামীম ভাইয়ার আগে থেকেই যথেষ্ট ফ্যান ছিলাম আর মিটআপের পর থেকে পুরাই পাঙ্খা হয়ে গেছি অসাধারন এক জন ব্যাক্তিত্ব
*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
এই জিনিস কোথা থেকে আসলো এ অন্যায় অবিচার, এমন এক তরফা পুরি খাওয়ানোর জন্য সালেহকে জরিমানা করা উচিত।
রহস্য মানব লিখেছেন:*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
এই জিনিস কোথা থেকে আসলো
এ অন্যায় অবিচার, এমন এক তরফা পুরি খাওয়ানোর জন্য সালেহকে জরিমানা করা উচিত।
কইত্তে কি দুইদিন পর এইসব কি শুনতেছি
না এডমিন প্যানেলটা আগে হ্যাক কইরা নেই, তারপর দেখতেছি সবাইরে
রহস্য মানব লিখেছেন:*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
এই জিনিস কোথা থেকে আসলো
এ অন্যায় অবিচার, এমন এক তরফা পুরি খাওয়ানোর জন্য সালেহকে জরিমানা করা উচিত।
তুমি আসো নাই, তাই তুমি মিস করছো। তোমারে তো ফোন দিয়েছিলাম অফিসে আসতে, কিন্তু পাঠিয়েছো রহস্য মানব ভাইকে।
বাহ, বেশ ভাল লাগছে।
ফোরামের খোল-নলচে পাল্টানোটা জরুরি। পানসে লাগে দেখতে। সবাই এত আইটি বিশেষজ্ঞ, কিন্তু এই কাজটা এখনো অপূর্ণই থেকে গেল! আমি জানি এটা সময়-সাপেক্ষ এবং সম্ভবত সহজ কাজও নয়। কিন্তু পাঁচ বছর ফেলে রাখবার মত কঠিন কিছু নয়ও। যাহোক, ভাল থাকুন সবাই।
ফোরামের খোল-নলচে পাল্টানোটা জরুরি। পানসে লাগে দেখতে।
এটা নিয়ে এবার মিটাআপে বেশ আলোচনা হয়েছে। রাজু ভাই ভোল নলচে পাল্টানোতে রাজি আছেন কিন্তু পরবর্তীতে দেখাশুনা করার লোকেরই অভাব।
খোলনলচে চেঞ্জ করা বলতে আসলে কী বলতে চাচ্ছেন? ইলিয়াস ভাই বেশ কিছু প্লাগইনসের অভাবের কথা বলেছিলেন। এমনিতে প্রোফাইলে গিয়ে সেটিংস থেকে লুক চেঞ্জ করা যায়। কিন্তু আমার ডিফল্ট অক্সিজেন থিমটাই ভাল লাগে।
ওয়েব২০ থিম:
কোডার বলেছিলেন মাইবিবিতে নাকি অনেক বিল্ট ইন ফিচার আছে। আর এদিকে পানবিবির ডেভলপমেন্ট রেট খুব স্লো। কিন্তু মাইবিবিতে মাইগ্রেট করলে ডেটাবেস যাবে, কিন্তু পোস্টের মধ্যের ইন্টারনাল লিংকগুলো হয়তো কাজ করবে না। সেগুলোকে স্ক্রিপ্ট দিয়ে ঠিক করতে সময় ও পরিশ্রমও লাগবে। আবার অদুর ভবিষ্যতে যদি মাইবিবির ডেভেলপমেন্টও স্লো রেটে চলে যাবে না এমন গ্যারান্টি নাই।
আর প্রতিবার ফেসবুক লুক চেঞ্জ করার মত মানুষজন গালমন্দ করেছে। কারণ তাঁরা আগেরটাতেই অভ্যস্থ ছিল। এখানেও সেরকম হতে পারে।
ইয়ে দুইটা প্রশ্ন ছিল...
১. পাংশা, রাজবাড়ীর লোকজন কি মিটআপে এসেছিল? ওনারা তো আসার জন্য অনেক খোজখবর নিল দেখলাম
২. ইলিয়াসদার কি অনেক শীত লাগতেছিল?
*বাপ্পাকে ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম উপহার
মূল ধন্যবাদ আপনার প্রাপ্য ভাই। তাছাড়া মেহেদী ৮৩ ভাই ও পলুদাকে দিন। ঐ দুই জনের উপর চরম মাত্রার প্রেসার গিয়েছে। আমি তো পোস্ট দিয়েই গায়েব। মানে পোস্ট দিয়ে পলায়নকারী তবে মূল দায়িত্ব পালন করে আপনি, পলাশ ভাই, মেহেদী ভাই এবং সেই দৌড়ঝাঁপ কারী তালেব ভাই
এছাড়া স্পট স্পন্সর আমাদের সালেহ ভাই
আমি তো ভুংভাং
আর ভাড়ার ব্যাপারটায় কষ্ট পাইলাম আমি মাইন্ড খাইলাম
পাংশা, রাজবাড়ীর লোকজন কি মিটআপে এসেছিল?
না আসে নাই। আসলে হালকার উপর ঝাপসা দিত মডু গণ
না এডমিন প্যানেলটা আগে হ্যাক কইরা নেই, তারপর দেখতেছি সবাইরে
হুমম পুরি আমি & রমা দা & দস্যু ভাই ও পাইনাই যাক ঐটা পরে বুঝা যাইবো। একদিন সালেহ ভাইয়ের অফিসে হামলা কইরা পুরি সাবার কইরা আসমু নে। কারণ আমরা "প্রজন্ম ক্যাডার বাহিনী"
আপনেরে দিয়া কাম আছে। কিছু ফুটু তোলা লাগতো
বাহ! বেশ ভালো উপস্থিতি হয়েছে দেখছি।
যেতে পারলে মন্দ হতো না বোধহয়।
অন ডে তে হলে যেতে পারতাম, আমাদের কলেজের পাশেই ছিলো ভেন্যু।
ছবিগুলো যথেষ্ট ভালো এসেছে।
ও হ্যাঁ, অনুষ্ঠানের কয়েকটা স্পন্সর ছিলো জানতাম।
তা, ব্যানারে স্পন্সরদের নাম দেখলাম না।
এমন মিসটেক হলো কিভাবে!
ব্যানারে স্পন্সরদের নাম না থাকার দুঃখে সহমর্মী হয়ে এর তেব্রো প্রতেবাদ জানাচ্ছি
আবার অদুর ভবিষ্যতে যদি মাইবিবির ডেভেলপমেন্টও স্লো রেটে চলে যাবে না এমন গ্যারান্টি নাই।
nodebb এর ফোরামটা একটু চেখে দেখতে পারেন।
আমি লোকাল মেশিনে একবার সেটাপ করে প্রজন্মের একটা টেমপ্লেট টাইপ দাড় করিয়েছিলাম। যেসব ফীচার বেশ ভাল লেগেছিল সেগুলা অনেকটা এরকম:
ক) ড্রাফট
খ) লাইভ প্রিভিউ
গ) রিয়েল টাইম নোটিফিকেশন
ঘ) রেসপন্সিভ, মোবাইল ফার্স্ট ডিজাইন।
ঙ) সোশ্যাল ইন্টারএ্যাকশন
চ) সিঙ্গেল সাইন অন (ইনস্টাগ্রাম, ড্রপবক্স, ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগোল, গিটহাব, স্টিম + আরো )
ছ) ডেক্সটপ নোটিফিকেশন
জ) মেনশন (উইথ ইন্টারএ্যাকটিভ সাজেশন)
ঝ) পুশ নোটিফিকেশন
ঞ) মোটামুটি একজনের বানানো একটা মোবাইল এ্যাপ টেমপ্লেটও আছে এ্যান্ড্রয়েডের জন্য।
+ বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক এভেইলএবল, আমি নিজেই বাংলা লোকালাইজেশনের কাজটায় যুক্ত ছিলাম। মোটামুটি ১০০% এর মতই শেষ করেছিলাম। এখন দেখি ৬৭% দেখাচ্ছে মাত্র। নতুন ওয়ার্ড যোগ হয়েছে মনে হচ্ছে।
ও হ্যাঁ, অনুষ্ঠানের কয়েকটা স্পন্সর ছিলো জানতাম।
তা, ব্যানারে স্পন্সরদের নাম দেখলাম না।
এমন মিসটেক হলো কিভাবে!
সবাইই তো কমবেশী স্পন্সর ছিল আর কি। তাই আলাদা করে মেনশন করা হয় নি। তবে ধন্যবাদ অবশ্যই দেয়া হয়েছে।
সীমান্ত ঈগল (মেহেদী) লিখেছেন:ও হ্যাঁ, অনুষ্ঠানের কয়েকটা স্পন্সর ছিলো জানতাম।
তা, ব্যানারে স্পন্সরদের নাম দেখলাম না।
এমন মিসটেক হলো কিভাবে!সবাইই তো কমবেশী স্পন্সর ছিল আর কি। তাই আলাদা করে মেনশন করা হয় নি। তবে ধন্যবাদ অবশ্যই দেয়া হয়েছে।
বাদ দেন তো , কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি !!
আর বলেন ভার্সন 1.5 কখন আসবে ??????
আর রাসেল আমার টি শার্টের ছবি তুলেছিলো ঐটা দেন ভালো হলে ফেসবুকের প্রোপিকে লাগাবো
২. ইলিয়াসদার কি অনেক শীত লাগতেছিল?
গ্রাম এলাকা হতে সকাল ৭টায় বের হয়ে এবং ফিরতে রাত হবে এ পরিস্থিতিতে শীত প্রটেক্টর কিছু না নিয়ে বের হওয়ার মত এতটা নির্বোধ আমি নই। আমি শীতকে অনেক ভয় পাই শীতের সাথে বাহাদুরি দেখাতে গিয়ে একবার বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম যা আমাকে হাসপাতালে পর্যন্ত যেতে বাধ্য করেছিল। সেথেকে শীতকে খুউ....................ব ভয় পাই।
প্রাজন্মিক হিসেবে প্রজন্মের কিছু আগে যোগদান করা হয় নাই যা খুবই মনকষ্টের কারন ছিল, এখন চাকরিরত হওয়াতে সময়মত উপস্থিত হওয়াটা সম্ভব ছিল না, লাঞ্ছের পর আর সহ্য করতে না পেরে দৌড়ের উপরে দু ঘন্টার জন্য চলে গেলাম বাইরে। রাজকন্যাকে দেখতে না পেরে এখন মন খারাপ হয়ে আছে, তবে গোপন সূত্রে জানতে পারলাম দেখা করার একটা সুযোগ মনেহয় সামনে আসছে।
মিটআপ নিয়ে যারা কাজ করেছেন স্পেশালি পলাশ ভাই তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং সামনের দিনগুলোতে যে আপনাদেরই সব করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না
পরবর্তী ইভেন্টে অনেক অনেক মজা করা হবে এই আশায় থাকলাম
আর মেহেদী ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বর্ননা দেয়ার জন্য।
পরিবেশ প্রকৌশলী লিখেছেন:আবার অদুর ভবিষ্যতে যদি মাইবিবির ডেভেলপমেন্টও স্লো রেটে চলে যাবে না এমন গ্যারান্টি নাই।
ভাল লাগল না।
এখন যেমন আছে তাই ভাল।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
০.০৯৪০৭৪৯৬৪৫২৩৩১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.৩৯১৪৩৮৯৯৭০০৭ টি কোয়েরী চলেছে