টপিকঃ জল-পাথরের খেলা
১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে গিয়েছিলাম সিলেটে বেড়াতে। পরদিন ২০ তারিখে বিছনাকান্দি যাই ট্রলারে করে। হাদারপার থেকে নিয়াইন নদী ধরে যেতে হয় ট্রলার দিয়ে বিছনাকান্দি পর্যন্ত। সেখেআন থেকে কয়েক কদম জোর পায়ে হেঁটে গেলেই শুরু হয় ছোট আর মাঝারি সাইজের পাথরের রাজ্য। এই পথরের উপর দিয়ে হেঁটে যেতে হয় ভারতের ঝর্ণা থেকে বয়ে আসা শীতল জলের কোলে। এখানেই জল-পাথরের খেলা চলে অবিরাম। সেই সব কিছু ছবি জল-পাথরের খেলায়।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
জল-পাথরের খেলা দেখে বিছনাকান্দি থেকে ফিরে আসার সময় দেখেছিলাম পিয়াইন নদীতে সূর্যস্ত।