টপিকঃ সনাতনের সত্য প্রকাশ
-:ধর্ম ও সনাতন ধর্ম:-
ধর্মঃ
সংস্কৃত ধৃ-ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে ধর্ম শব্দটি গঠিত । ধৃ-অর্থ ধারণ করা । অর্থাৎ যা ধারণ শক্তি সম্পন্ন তাহাই ধর্ম । কোন বস্তু পাণি বা শক্তি যে বৈশিষ্ট বা গুণ ধারণ করে সেটাই হচ্ছে তাঁর ধর্ম ।
যেমনঃ- আগুনের ধর্ম পোড়ানো । পোড়ানোর ক্ষমতা হাড়ালে সে তার ধর্ম হাড়ালো ।
মানুষের ধর্ম হচ্ছে মানবতা ও মনুষত্ব ।
সনাতনঃ-
সনাতন শব্দটির অর্থ চিরন্তন,যা পূর্বে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে । সময়ের পরিবর্তনেও যার কোন পরিবর্তন হয় না,তাহাই হইল সনাতন ।