টপিকঃ এক ফোঁটা পরিবেশ প্রকৌশল - ভূগর্ভে ময়লা পানি নিষ্কাশন
যেসব এলাকায় বাড়িঘরের আশেপাশে কিছু ফাঁকা জমি থাকে, অর্থাৎ অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ এলাকায় পানি নিষ্কাশনের জন্য সাধারণত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠে না। তাই অন্য কোন উপায় না পেয়ে সেখানে মানুষজন সোকওয়েল বা অনুরূপ গর্তে পানি নিষ্কাশন করেন। এতে সমস্যা হয় যে, সরাসরি দূষিত পানি ভূগর্ভে প্রবেশ করিয়ে সেখানকার পানির নিরাপত্তা হুমকীর মুখে ফেলা হয়। কারণ ঐ স্তরের পানিই আবার আমরা নলকূপের সাহায্যে তুলে ব্যবহার করি।
যদিও নলকূপ এবং সোকওয়েলের দূরত্বের মধ্যবর্তী জায়গায় বালুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ময়লা পানি বেশ ভালই ফিল্টার হয়ে যায়, তবুও আমাদের জন্য এটা একটা সিরিয়াস রিস্ক। তাই এমন ক্ষেত্রে ভূগর্ভে পানি প্রবেশ করানোর আগেই যদি ফিল্টার-টিল্টার করে পানিকে শোধন করে নেয়া যায় তাহলে বেশ ভাল হয়। নিচে এমনই একটা পদ্ধতির চিত্র দেয়া হল।
এই ধরণের পদ্ধতির আকার কত বড় হবে সেটা পানির দূষণের মাত্রা এবং পানির পরিমানের উপর নির্ভরশীল। তবে একটা পরিবারের জন্য সিস্টেমে এটা হয়তো সর্বোচ্চ ৪ ফুট গভীর ও ৪ ফুট চওড়া হতে পারে। দৈর্ঘ্য হয়তো ১০ ফুটের একটু বেশি দেয়া যেতে পারে। এর চেয়ে কম দিলেও সেটা অন্তত সোকওয়েলের চেয়ে নিরাপদ সমাধান দিবে।
চিত্রের সর্বডানে পানি বের হয়ে বাগানের সেঁচের কাজে লাগানোর বিকল্প রাখা যেতে পারে। আর কয়লার অংশটুকু অপশনাল -- পানিতে বিষাক্ত ধাতূ থাকলে কয়লা সেটা শোষণ করে নেয়।
চিত্রটি লিব্রে অফিস ড্র দিয়ে প্রস্তুত করা হয়েছে।
এরকম না হলেও কাছাকাছি একটা সিস্টেমের ভিডিও দেখতে পারেন (ভারতে)