টপিকঃ অবসরের কাগজামি
অবসর সময় যাপনের জন্য একসময় কাগজ,রং আর আনুষঙ্গিক ফেলনা জিনিস নিয়ে করা অনুর্বর মস্তিষ্কের বাহাদুরির কতিপয় দৃষ্টান্ত।
১.অফসেটে আঁকা ফুলের টব, ব্যবহার করা হয়েছে কাগজ আর রংপেন্সিল।
২.ফ্রেমিং করা চিত্র মনে হলেও আসলে তা নয়,অফসেট পেপারে বর্ডারিং করে এভাবেই রংপেন্সিলে পুরোটা হাতেই আঁকা।
৩.ওষুধের বিজ্ঞাপনের লিটারেচার মুড়িয়ে তার উপর ক্যালেন্ডারের কাগজ আঠা দিয়ে জুড়ে টবের মত আকৃতি করে চারপাশে কাগজ কেটে কুচি করে স্কচটেপে এঁটে দিয়ে চারপাশে জুড়ে দেয়া হয়েছে।
মাঝের ফুল আর পাতা এঁটে দেয়া হয়েছে।মাঝের ডালটি ঝাড়ুর সলায় কাগজ মুড়ে লাগিয়ে,কাগজে ফুল, পাতা এঁকে আঠা দিয়ে জুড়ে দেয়া হয়েছে।
৪. খালি টিস্যুর বক্সে নকশা আঁকা কাগজ এঁটে দু কোনায় ব্লেড দ্বারা ছেঁচে শক্ত লিটারের কাগজ বসানো হয়েছে।তারপর লাল,নীল,সবুজ রং করা একটার পর একটা করে কাগজ জোড়া দিয়ে গাছের আকৃতি করে বানানো শোপিস।
৫.শখ করে ভ্যালেন্টাইন ডে তে বানানো কার্ড। ভেতরের টুকু হাতে আঁকা। আর চারপাশে একটি সবুজ কমলাভ ব্যাকগ্রাউন্ড সাইমেরা অ্যাপে ব্লার করে পিক্সআর্ট অ্যাপে স্টিকার বসিয়ে করা।