টপিকঃ প্রসঙ্গ সম্মাননা ও লাইক
প্রজন্ম ফোরামে আমি কোন লেখা পড়ে লাইক করতে গেলে “পছন্দ” বাটনে ক্লিক করলে কার্সর অটোমেটিক্যালী হোম-এ বা অন্যকোথাও গিয়ে স্থির হয়। এমনকি আমি কোন লেখা পছন্দ করে সম্মাননা ও দিতে পারিনা। যেমন : কিছুক্ষন আগে আমি RubaiyaNasreen(Mily) পোস্টে সম্মননায় ক্লিক করলেও কোন কাজ হলোনা। আবার আমার লেখায় দেখি ৫/৬ “পছন্দ” কিন্তু কারা লেখাটি পছন্দ করলো তা দেখতে পারিনা। এখানেও মাউস ক্লিক করলেও কোন কাজ হয়না। সমস্যা কোথায় বুঝতে পারছিনা।