টপিকঃ অজানা কিছু তথ্য→→
১/মৌমাছির চোখ= ৫ টি।
-
২/ মাকড়সার চোখ= ৮ টি।
-
৩/ মাকড়সার পা= ৮ টি।
-
৪/মাছির পা=৬ টি।
-
৫/ সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু =চিতাবাঘ।
-
৬/ব্যাঙের হৃদপিন্ডে=৩টি প্রকোষ্ঠ থাকে।
-
৭/কেচো=ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়।
-
৮/ মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো= ত্বক।
৯/সাপ শুনতে পায়=জিহ্বার মাধ্যমে।
-
১০/ ফড়িংয়ের কান থাকে=তার হাটুতে।
-
১১/আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কারণ=মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়।
-
১২/পাহাড়ের উপর রান্না করতে সময় বেশি লাগে কারণ=পাহাড়ের উপর বায়ুর চাপ কম বলে।
-
১৩/চাঁদে কোন শব্দ করলে করলে তা শোনা যায় না কারণ=চাঁদে বায়ু মন্ডল নেয় বলে।
-
১৪/ আমেরিকার নামকরণ করা হয়েছে=আমেরিগো ভেসপুচির নামানুসারে।
-
১৫/মানুষের স্মরণশক্তি হ্রাস পায়=আয়রন এবং জিংকের অভাবে।
-
১৬/দক্ষিণ গোলার্ধে নিম্নচাপকে কেন্দ্র করে বাতাস=ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়।
-
১৭/স্থল বায়ু সাধারণত শুরু হয়=ভোর বেলা।
-
১৮/শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কারণ=বাতাসে আদ্রতা কম থাকে।
-
১৯/গাছ মোটা হওয়ার কারণ=ক্যাম্বিয়াম।
-
২০/সৌর জগতের প্রাণ হলো=সূর্য আর ৪০০ বছরের মধ্যে সবচেয়ে উজ্জলতম ধূমকেতু হলো=হেলবপ যা পৃথিবীর কাছে এসেছিল ১৯৯৭ সালের ২২শে মার্চ"
বেঁচে থাকলে কারনে-অকারণে বদলায় ।।