টপিকঃ রাউটারে ভিপিএন ফাংশান এনাবেল কীভাবে করব
আমি টিভিতে ওয়াই-ফাই’র মাধ্যমে অনলাইনে ভিডিও/বিভিন্ন প্রোগ্রাম দেখার জন্য টিপি লিংকের TD-W8950N ব্যবহার করি। কিন্তু অনেক সার্ভিস বাংলাদেশে পাওয়া যায় না। তাই রাউটারে ভিপিএন ব্যবহার করলে হয়ত সেই সার্ভিসগুলি পাওয়া যাবে(যদিও আমি নিশ্চিত না, অভিজ্ঞরা ভাল জানবেন)। এই রাউটারে ভিপিএন ফাংশান এনাবেল বা ইন্সটল করা যাবে কিনা, গেলে কীভাবে?