টপিকঃ একটি দৃশ্যকাব্য : "এক পলকেই"
গিরিযাত্রী আড়ালে থেকে ভাবে গিরিকন্যা পাশ কেটে যায় যখন দৃষ্টিখানি না ফিরিয়ে---
"গিরিপথে চলেছিলে; পাশ কেটে পদচিহ্ণ এঁকে গেলে,
তোমার চোখ কি আমার উপর চোখের উপর ফেললে?
এভাবে মায়া বন বিহারীনির মত হেঁটে শোভা না ছড়ালে হতো না?
পাশ ফিরে একটু তাকানো যেতো না??"
গিরিকন্যা অবলোকন করছে সৌন্দর্য---
আর বলছে মনে মনে,
"এ পাশ থেকে পাহাড়টাকে কত বিস্তৃত মনে হয়,
বিস্তৃত পথে অবাক পথচলায় কেন নিজেকে একটু অপ্সরী ভাবতে ইচ্ছা হয়??"
স্নিগ্ধা গিরিকন্যা ভাবছে মনে মনে নীল আকাশের পানে চেয়ে---
"অপ্সরী তো সেই সুদূর স্বর্গে বাস করে,
তাতে কি! এই পাহাড় থেকেই তো মেঘেরা আমার হাত বোলায়,
মেঘের ভেলায় নিজেকে ভাসাব মুক্তগিরির শিখরচূড়ায়।"
সেই গিরিযাত্রীর সংঘর্ষ---
আকাশপানে চেয়ে গিরিকন্যা একরাশ হাসি নিয়ে,
দেখেনি কেউ এগিয়ে আসছিল তারই ঐ পথ ধরে,
"উফ্,সরি কিছু মনে করবেন না ; ধাক্কা লেগে গেল",
এই বলে গিরিকন্যা একটা পেছন দৃষ্টি দিল।
বালক শুধু হাত বাড়িয়ে "ইটস ওকে" বলে সামনের দিকে চেয়ে ,
মডেলের বেশে পথ ছেড়ে তাকে বিদায় দিল দিয়ে।
অনুশোচনা---
গিরিবালকের বোধোদয়,
"কথাটা কি কিছু বাড়ানো যেত না?
নির্লজ্জতা বা উদাসীনতা ঘাড় জেঁকে না বসলে হতো না?
তবে কেন প্রতিদিন ভাবনায় তোমায় আঁকা,
প্রতি রাতে এক পলকে হারিয়ে ফেলা তোমাকেই কেন এভাবে স্বপ্ন দেখা?"
ছবি সংগ্রহ: গান- বলতে বলতে চলতে চলতে।
কয়েকটি ছবি ফ্রেমবন্দি করলাম এ গানের ভিডিও থেকে। এটা লেখার জন্য।
মডেল: ইমরান,তানজিন তিশা।