টপিকঃ কন্যার আর্মি ট্রেনিং
কন্যার নার্সারির ক্লাস শেষে হয়ে প্রায় ২ মাস ছুটির পর গতকাল কেজি ওয়ানের ক্লাসের প্রথম দিন ছিল। স্কুল খুলেছে অবশ্য এর আগের দিন - সেদিন শুধু ওয়েলকাম পার্টি ছিল - যেখানে বাচ্চাদের জন্য ম্যাজিক শো হয়েছিল। কন্যা ঢাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে -- পড়ে মানে ঐ আরকি কিছুটা লেখাপড়া কিছুটা খেলা; এই বয়সে আমরা অবশ্য আরো বেশি লেখাপড়ায় অত্যাচারিত ছিলাম। প্রথম দিন বলে ছুটির টাইমিংটায় আমার গন্ডগোল হয়ে গিয়েছিলো -- ছুটির প্রায় আধাঘন্টা পরে গিয়ে ওকে পিক করেছি; ঐ সময়টা আসলে কেজি টু্'র ছুটির সময়। সামনের দোকান থেকে চিকেন বল আর সসেজ কিনে দিলাম ... দেরী করে যাওয়ার জন্য ঠিক জরিমানা হিসেবে নয়, স্কুল শেষে মেয়ে ক্ষুধার্ত ছিল।
যা হোক, বাসায় ফেরার পথে জিজ্ঞেস করলাম আজ কী কী হয়েছে, গেমস হয়েছে নাকি, মিউজিক ক্লাস ছিলো নাকি ...। স্কুলের তার নিজস্ব জগতের বিষয়গুলো ও আমার সাথে ছাড়া বাসার আর কারো সাথে সহজে শেয়ার করে না। যথারীতি খুব উৎসাহ ভরে সে আজকের অভিজ্ঞতা বর্ণনা করছিল। সেখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হল আর্মি ট্রেনিংএর ব্যাপারটা। একজন ছেলে টিচার পড়িয়েছে .. ওনার ড্রেসের বর্ণনাও শুনলাম। ভাবলাম স্কাউটিং নাকি? লেফট-রাইট করে ফিজিকাল ট্রেনিংএর ক্লাস নাকি। ও বলে "আরে না না ... ... আমাদেরকে লিখাইছে ... ঐ যে ফুটা ফুটা একটা আছে না"। আমি সাথে সাথে ব্যাপারটা বুঝতে পেরেছি মনে হল, বললাম, "কি, ওখান দিয়ে সুতা বা দড়ি দিয়ে ঢুকিয়ে কিছু বানিয়েছো ... ...?"। বাবাকে বুঝাতে হতাশ হয়ে মেয়ে বললো, বাসায় গিয়ে লিখে দেখাবো। আমি কোনোরকম ক্লু না পেয়ে বললাম ঠিকাছে রাতে ঘুমানোর আগে দেখাইও।
বাসায় পৌঁছেই, ওকে গোসল করিয়ে নানীর বাসায় দিয়ে অফিসে চলে আসতে হয় আমার। নানীর বাসা আমাদের একই বিল্ডিঙেই। আমার রেগুলার রুটিনে অফিস টাইম সাধারণত দুপুর ২টা থেকে রাত সোয়া নয়টা ... বাসায় ফিরতে ফিরতে রাত সোয়া দশটা। শুধু আমি নই, ওর মায়েরও সেইম রুটিন। রাতে বাসায় ফিরে দেখি কন্যা তখনও নানীর বাসায় জেগে আছে। তাড়াতাড়ি ওকে নিয়ে নিজের বাসায় গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কারণ আগামীকাল (আজ) সকালেও স্কুল আছে ওর। শোয়ার আগে কাগজ কলম নিয়ে আমাকে আর্মি ট্রেনিঙের ব্যাপারটা লিখে দেখালো।
অবাক হয়ে দেখলাম সেই ক্লাসের শেখানো লেখা সে মোটামুটি সঠিকভাবেই লিখে দেখালো .... .... একটা কাগজে আর্মি ট্রেনিঙে শেখা -- ا ب ت ... ...
হুম, ওর দেয়া ক্লু-টা বাসায় ফেরার পথে মিস করেছিলাম। ছেলে টিচারের মাথায় টুপি আর পাঞ্জাবী শুনে আমার "আরবী" বোঝা উচিত ছিল