টপিকঃ ওয়েব ক্যাম এর জন্য ভালো সফ্টওয্যার
আমি ওয়েব ক্যাম এর জন্য ভালো সফ্টওয়্যার খুজতেছি। গুগুল মামাকে বুঝাতে পারতেছি না আসলে আমি কি চাই । বেশির ভাগই হচ্ছে স্কিন রেকোর্ডার। কিন্তু আমি চাই ওয়েব ক্যাম দিয়ে নিজের ছবি তুলতে বা ভিডিও করতে। আবার দুয়েকটা পেয়েছি যাদের কোয়ালিটি ভালো না। আমার স্কেইপের মত ভালো কোয়ালিটির ওয়েব ক্যাম সফ্টওয়ার চাই