টপিকঃ উড়ো মন..
ইদানিং মাঝে মাঝে চৈত্রের দুপুরে উদাস ঘুঘু ডাকার মতই মন খারাপ হওয়া গান শুনতে ইচ্ছে করে । মানুষ এমন কেন ? জীবনে দু:খের শেষ নেই তবুও দু:খ কষ্টে পরিপূর্ণ নাটক-সিনেমা বেশী দেখবে আর চোখের পানি ফেলবে, মন খারাপ করে বসে থাকবে... মিলন প্রত্যাশী হয়েও বিরহের গান গুনগুন করে গাইতে আর শুনতে বেশী পছন্দ করবে.. একটার পর একটা গান শুনছি আর নষ্টালজিক হয়ে যাচ্ছি.. এক বিকেলে দূর পুকুর পাড়ে কলা গাছের নিছে দাঁড়িয়ে রিমি'র আকুল হাতছানি এখনো আমার ভিতরে কম্পন তোলে, আমাকে ফিরিয়ে নিয়ে যায় ২২ বছরের উচ্ছল তারুন্যে.. চারমিং মনে আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলাম আমি আসলে অন্য রাস্তার অচেনা গলিতে এসে গেছি .. এখানকার সব গলি আমার চেনা নাই , শুধু যেখানে কাজ থাকে সেটা কষ্ট করে চিনে রাখি । কিছু একটা জিজ্ঞাসা করবো বলে এদিক ওদিক তাকাচ্ছিলাম, একি! এ গলির সব লোক দেখতে একইরকম লাগছে কেন..? ডানে, বামে এবার সামনে দেখলাম, হ তাইতো..! ভাল করে চোখ কচলে নিয়ে কিছুটা সামনে এগিয়ে আইডিয়া করেই হাঁটতে হাঁটতে আমার গন্তব্য পারফিউম দোকানে ঢুকে গেলাম, ঢুকে দেখি যার সাথে আমার কাজ সে নাই.. লম্বা অপেক্ষার পর কাজ শেষ করে মেট্রো স্টেশনে ঢুকার মুখেই এক মাঝবয়সী ভদ্রলোক এসকেলেটরের পুরো সিড়ি জুড়ে ত্যাড়া হয়ে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে নির্মাণ সৌন্দর্য দেখছে। হঠাৎ আমিও কী মনে করে তাকালাম, দেখি আসলেই অনেক সুন্দর আর আর্ট সমৃদ্ধ । পরে মনে হল এটিই বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রো স্টেশন, নাম 'বুর জুমান' । এবার লোকটি এগিয়ে গিয়ে ফ্রী পেপার স্ট্যান্ড থেকে একটা ম্যাগাজিন নিল, আমিও নিলাম, সে এগিয়ে গেল To Train লেখা লিফটের দিকে, সেও লিফটে, আমিও । সে স্টেশনের শেষ প্রান্তে যেখানে মানুষের ভীড় কম সে গেটে , আমিও তার পিছেই গিয়ে দাড়ালাম। এবার লোকটা বিষয়টা লক্ষ্য করলো । এক মুহূর্ত কি যেন চিন্তা করে ওখান থেকে সরে একটু দুরে অন্য গেটে গিয়ে দাড়ালো । এতক্ষনে মনে হল লোকটা কিছুটা বিব্রত । পুরো বিষয়টা মনে হতেই আমার খুব হাসি পাচ্ছিল । এ স্টেশনে ট্রেন চেঞ্জ করে আমার গন্তব্যের ট্রেনে উঠতে হয়। সপ্তাহের সব দিনই এখানে মানুষের ভীড় লেগেই থাকে। এবার সিড়ি দিয়ে নামতে নামতেই দেখি ট্রেন এসে গেছে, সেই রকমের ভীড়..! দৌড়ে গিয়ে কোনরকমে ঠেলে ঠুলে দরজার ফাঁক গলে ভিতরে চালান হতেই দেখি দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ পিছন থেকে ঠেলা শুরু হয়ে গেল । শুধু সামনে আরো সামনে। পিছনে ঘুরে দেখাও অসম্ভব । হঠাৎ বড় এক ধাক্কা...! টাল সামলাতে সামলাতে অনুভব করলাম অনেক সুগন্ধি সুগন্ধি ... কি ব্যাপার ! পারফিউমের দোকান থেকেতো কবেই চলে আসলাম.. এখনো ..। এবার সামনে তাকিয়ে দেখি ওহহো.. সিল্কি চুলের ভিতর আমার নাক । কোন রকম সরি বলতে বলতে পিছন ফিরে দেখি বিশাল এক আফ্রিকান কালা পাহাড়.. ! মেয়েটাও পিছন ফিরে কিছু বলতে গিয়ে আমার পিছনের পাহাড়টাকে আর দুজনের মাঝখানে আমার অবস্থা দেখে একটু করে হেসে ফেললো। এবার একটু ফাঁকা হলো.. কিন্তু আজ ট্রেনে এত মেয়েমানুষ কেন.. ? জয়গা পরিবর্তন করে উপরের সাপোর্ট ধরে দাড়িয়ে আছি.. সামনের সিটে বসা দুই মেয়ে নিজেদের মধ্যেই ফিলিপিনো ভাষায় কি যেন বলছিল আর একটু পরপর মুখ টিপে হাসছিল। কিন্তু আমার দিকে তাকাচ্ছেনা। হঠাৎ ডান পাশে চোখ পড়তেই দেখি লেখা 'Only for Ladies & Families' others will fine 50 AED. এতক্ষণে কালো লোকটার আমাকে ঠেলে সামনে চলে যাবার কারণ বুঝলাম। একটু হেঁটে সামনে গিয়ে সাধারণ বগিতে একটা সিটে বসেই নিজের পজিশনটা লক্ষ্য করেই দেখি প্যান্টের জিপারটা খোলা...! এবার ফিল্লি মেয়ে দুইটার হাসার কারনও বুঝলাম.. ।
বসে বসে ভাবছি কত কিছুই একটু একটু করে বুঝতেছি কিন্তু সে দিনের পড়ন্ত বিকেলে রিমি'র হাতছানি দিয়ে ডাকার কারন এখনো বুঝিনাই..!!!