টপিকঃ একটা মোবাইল কিনবো, একটু সাজেস্ট করুন (জরুরী)।
জরুরী ভিত্তিতে মোবাইল কেনার দরকার হয়ে পড়েছে। আমার বাজেট খুব বেশী না, ১০ হাজার টাকার মধ্যে একটা এন্ড্রয়েড মোবাইল সাজেস্ট করবেন প্লিজ ( দু'এক হাজার বেশী হলেও জানাবেন)। আমি ১০/১১ হাজার টাকার ভেতর স্যামস্যাং এর ১ জিবি র্যাম সহ এন্ড্রয়েড খুঁজছিলাম, পেলাম না।