সীমান্ত ঈগল (মেহেদী) লিখেছেন:আমি ১০/১১ হাজার টাকার ভেতর স্যামস্যাং এর ১ জিবি র্যাম সহ এন্ড্রয়েড খুঁজছিলাম
স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম। ১২৯০০ টাকার মত সম্ভবত প্রাইস। লাস্ট একজনকে এই প্রাইসে কিনেদিয়েছিলাম।
Samsung Galaxy Core Prime
সীমান্ত ঈগল (মেহেদী) লিখেছেন:ওয়ালটন নাকি খুব বেশী লাস্টিং করে না। আর রাফ ইউস্ও করা যায় না?
হুমম আগে যেসব ব্রান্ড থেকে রিব্রান্ড করত মানে জিওনি থেকে রিব্রান্ড করত [বেশীর ভাগ সেট] সেই জিওনি এখন সরাসরি ব্যবসা করছে। সুতরাং এখন কোন ব্রান্ড থেকে রিব্রান্ড করছে সেটা বলা মুশকিল। অপরদিকে ওরা ডিভাইসের কোয়ালিটি ৫০/৫০ রেখেছে। যেটা ভালো পরে টিকে যায়। আর খারাপ পরলে কেয়ারে যেতে যেতে কয়েক জোড়া জুতা শেষ ও হয়ে যেতে পারে। সিম্ফোনীর দিকে না যাওয়াটা আরো ব্যাটার।
সম্প্রতি রিলিজকৃত পি৬ কিনে আমার ফ্রেন্ড ১ সপ্তাহের মধ্যে সেল করে দিয়েছে। কারণ ডিভাইস অকারণেই গরম হচ্ছিলো
বিশেষ করে ক্যামেরার দিকটায়।
ছায়ামানব ভাইয়ের লিংক অনুযায়ী Huawei Honor Bee নিতে পারেন। দাম ৬৯৯০টাকা। অনেক ভালো মানের ডিভাইস এই প্রাইসে। ব্যাটারী ব্যাকাপ নরমাল ইউজে একদিন অনায়াসে চালাতে পারবেন। Huawei Honor Holly [12750 Tk] ও কিন্তু খারাপ না 
সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি