টপিকঃ বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা
আজ ৫ই জুলাই থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ দঃ আফিকা সিরিজ- আজ বেলা একটায় শুরু হয়ছে টি -২০। গতকাল রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী থেকে প্লেয়াররা পেয়েছে ৮ কোটি ২৩ লক্ষ টাকা, তাই প্লেয়াররা আজ খোজ মেজাজে, সম্প্রতি দঃ আফ্রিকা দল বিসিসিবি একাদশের সাথে একটি টি২০ প্রস্ত্ততি ম্যাচ খেলে, সেখানে বিসিসিবি সম্ভবত ৯৯ রান করে, আজকে আমরা বাংলাদেশীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই সিরিজের শুভ সুচনার জন্য= বাংলাদেশ ভালো করবে