Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রমিজ ফাগলা কি এটাকেও পাতানো সিরিজ বলবে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রমিজ ফাগলা কি এটাকেও পাতানো সিরিজ বলবে?
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রমিজ ফাগলা কি এটাকেও পাতানো সিরিজ বলবে?
হ্যাঁ, জারজটা এর পরেও বলতে থাকবে।
ম্যাচগুলো মিস করেছি
দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ গুলোর (১২ এবং ১৫ জুলাই) ফুল ভিডিও লিংক আছে কারো কাছে?
সাম্প্রতিক সময়ে ভারতের সাথে ১টা ওয়ানডে, সাউথ আফ্রিকার সাথে ২টা টি২০ আর ১টা ওয়ানডেতে বাংলাদেশ খুব বাজে খেলে হেরে যায়। তাছাড়া বাকি সব ম্যাচগুলোতে বাংলাদেশ যোগ্যতর দল হিসেবেই জিতে। কানকাটা রমিজ কি বলল না বলল তাতে আমাদের এমনকি ক্রিকেট বিশ্বেরও কিছু আসে যায় না।
কোন লিংক নাই তাহলে... শুধু ইউটিউবে হাইলাইট দেখেই সন্তুষ্ট থাকতে হবে
হুমম... পাব্লিক আজাইরা জিনিস আপ্লোড করে টোরান্ট ভরায়া রাখে... কাজের জিনিসে কারো দেখা নাই!
কি খেলতাছে রে
সাবাশ মুস্তাফিজুর রহমান।
একই ওভারে ৩ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার মিডল অর্ডারের বারোটা বাজায়ে দিল।
বাংলাদেশ দলের আনসাং হিরো মোহাম্মদ শহীদ
ওডিআইতে অসামান্য সাফল্যের পর অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার শিবিরে আতঙ্ক তৈরি করেছেন বাংলাদেশের ১৯ বছরের পেসার মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রামে ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৭ রান দিয়ে চারটি উইকেট নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডারে ধস নামান তিনি।
দক্ষিণ আফ্রিকার রান যখন তিন উইকেটে ১৭৩, সে সময় মুস্তাফিজ এক ওভারেই অধিনায়ক হাশিম আমলা, দ্যুমিনি এবং ডি ককের উইকেট তুলে নেন।
চার বলে এই তিনটি উইকেট চলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ধসে পড়ে।
যে ব্যাটসম্যান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, সেই টি বাভুমার উইকেটটিও মুস্তাফিজের শিকার হলে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৪৮ রানে গুটিয়ে যায়।
এক সময় দক্ষিণ আফ্রিকার ইনিংসের স্কোর ছিল এক উইকেটে ১৩৬। পরে মাত্র ১১২ রানে বাকি নটি উইকেট পড়ে যায়।
বাংলাদেশের বোলিংয়ের এই সাফল্যে মুস্তাফিজকে সঙ্গ দিয়েছেন জুবাইর হোসেন। ৫৩ রান দিয়ে জুবাইর পেয়েছেন তিনটি উইকেটে।
শহীদের বোলিং এ আমি মুগ্ধ আজকের দিনের অন্যতম নায়ক সে
এবং ধন্যবাদ মুস্তাফিজ, দুর্দান্ত বোলিং এর জন্য।
আগামীকাল আশা করবো বাংলাদেশ বুঝে শুনে খেলবে এবং টেস্ট আমরাই জিতব
মুস্তাফিজ = মস্ত চীজ। আমি ডেইল স্টেইনের বোলিং স্পেল দেখতে উদগ্রীব।
জেলাল লিখেছেন:স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রমিজ ফাগলা কি এটাকেও পাতানো সিরিজ বলবে?
হ্যাঁ, জারজটা এর পরেও বলতে থাকবে।
You did abuse his mother, not him.
ভাবছিলাম তামিম বুঝি আজহ সেঞ্চুরিটা করেই ফেলবে কিন্তু ৫৭তেই কাইত ।
ভাবছিলাম তামিম বুঝি আজহ সেঞ্চুরিটা করেই ফেলবে কিন্তু ৫৭তেই কাইত ।
খারাপ তো খেলেনি! ৫৭-ই বা কম কি?
7 minutes and 8 seconds after:
You did abuse his mother, not him
রমিজ রাজার মত পাকিদের আমি অন্তত মানুষ মনে করি না। উদাদাতো তাও ওকে মানুষ হিসেবে গোণায় ধরেছেন
উদাসীন লিখেছেন:হ্যাঁ, জারজটা এর পরেও বলতে থাকবে।
You did abuse his mother, not him.
কেন বেকার প্যাঁচাচ্ছেন? আমি কোন্ দৃষ্টিকোণ থেকে বলেছি, আশা করি ভালই বুঝেছেন। তার বাবা-মাকে এবিউস করার কোন ইচ্ছা আমার নাই; সাধারণত আমি গালাগালি করি না বললেই চলে। এটা হতাশা থেকে বলে ফেলেছি। এত দিন ফোরামে এক সাথে থাকার পরও আমার মনোভঙ্গী বুঝতে পারছেন না, আর কী বলার আছে আমার? তবুও রমিজের ব্যাপারে দুঃখ পেয়ে থাকলে আমি বেদনার্ত এবং দুঃখিত! রমিজকে একটা মেইল করে আমার সান্ত্বনা জানিয়ে দেবেন। ধন্যবাদ!
জেলাল লিখেছেন:You did abuse his mother, not him
রমিজ রাজার মত পাকিদের আমি অন্তত মানুষ মনে করি না। উদাদাতো তাও ওকে মানুষ হিসেবে গোণায় ধরেছেন
ভালো-খারাপ অবশ্য পাকি আর অ-পাকি দিয়ে যাচাই না করাই ভালো।
জেলাল লিখেছেন:You did abuse his mother, not him.
কেন বেকার প্যাঁচাচ্ছেন? আমি কোন্ দৃষ্টিকোণ থেকে বলেছি, আশা করি ভালই বুঝেছেন। তার বাবা-মাকে এবিউস করার কোন ইচ্ছা আমার নাই; সাধারণত আমি গালাগালি করি না বললেই চলে। এটা হতাশা থেকে বলে ফেলেছি। এত দিন ফোরামে এক সাথে থাকার পরও আমার মনোভঙ্গী বুঝতে পারছেন না, আর কী বলার আছে আমার?
তবুও রমিজের ব্যাপারে দুঃখ পেয়ে থাকলে আমি বেদনার্ত এবং দুঃখিত! রমিজকে একটা মেইল করে আমার সান্ত্বনা জানিয়ে দেবেন। ধন্যবাদ!
রমিজকেতো আমি নিজেই কটুকথা বলেছি এবং তার বাংলাদেশ বিদ্বেষী প্রসঙ্গটি আমিই তুলেছি এখানে। আমি প্যাঁচাতে কিংবা রমিজের জন্য দুঃখ পেতে যাবো কেন? আপনি হয়তো symbolic extent-এ শব্দটার প্রয়োগ করেছেন। আর, আপনার ওই শব্দটিকে লিটারেলি নিয়েছিলাম আমি, এই যা। আমার কাছে মনে হয়েছে- কাউকে "জারজ" বললে এ্যাকচুয়ালি তার মাকেই গালিটা দেয়া হয়, যেমন- কাউকে "হারামজাদা" কিংবা "কুত্তার বাচ্চা" বললে তার বাবাকেই গালি দেয়া হয়। যাই হোক, আমার মন্তব্যের শেষের ইমোটা হয়তো রিভার্স হলে ( এর বদলে
) ভালো হতো।
ভালো-খারাপ অবশ্য পাকি আর অ-পাকি দিয়ে যাচাই না করাই ভালো।
হুম আমারই সমস্যা। আমি এমনিতে খুব সহনশীল কিন্তু এই পাকিস্তান রিলেটেড কোন ব্যাপারে কোন যুক্তির পাত্তা দেই না। পাকিদের পুরো জাতটাই আমার কাছে খারাপ। যাকগে, অফটপিকের জন্য দুঃখিত
লীড নেয়া শুরু। গো এ্যাহেড এ্যান্ড একসেলারেইট। লিটন দাশ আজ সাকিবের চেয়ে বেটার খেলবেন মনে হচ্ছে।
এহ্ হে... লিটনের সেঞ্চুরী আশা করেছিলাম।
এফ এম বেতার রেডিও ভূমিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার সিরিজের ১ম টেস্টের ধারাভাষ্য প্রচার করা হচ্ছে। আমি মাঝে মধ্যেই শুনি। ওদের কমেন্ট্রি বক্সে ক্যাপ্টেইন হিসেবে সুবর্ণা মুস্তাফা উপস্থিত থাকেন। ধারাভাষ্য দেন মাহ্ফুজ, শামসুল, তামান্না, রাকিবুল প্রমুখেরা। সুবর্ণা সরাসরি ধারাভাষ্য অর্থাৎ বল-বাই-বল খেলার বিবরণ দেন না কখনো সেখানে। তিনি মাঝে মাঝে একটু বিশ্লেষণধর্মী কথা বলেন, কখনো খেলার বিশেষ মূহুর্তগুলোতে অন্যদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করেন ধারাভাষ্যের ফাঁকে। রেডিও ভূমির এই ধারাভাষ্য সেশনগুলো টিপিক্যাল বাংলাদেশ বেতারের ধারভাষ্যের চেয়ে ব্যতিক্রম। ওখানে মোটামুটি একটা প্রাণবন্ত আড্ডার মত হয়ে থাকে। প্রচুর শ্রোতার কাছে জনপ্রিয় এদের এই ধারাভাষ্য সেশনগুলো। সুবর্ণা এবং ধারাভাষ্যকাররা মাঝে মাঝেই খেলার বিভিন্ন বিষয়ে, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে, বিভিন্ন কাকতাল নিয়ে কৌতুক করে থাকেন। মুস্তাফিজের মিস হওয়া হ্যাটট্রিকের (৪ বলে ৩ উইকেট) ব্যাপারে আইসিসির কাছে চিঠি লেখার ব্যাপারটিও তিনি অনেকটাই রসিকতা করে বলেছিলেন। আর এটাকেই পুঁজি করে কোন কোন অনলাইন মাধ্যম সিরিয়াস সংবাদ হিসেবে প্রচার করছে। আর সেই সংবাদের লিংকে যেয়ে কিছু কিছু ফেইসবুক ব্যবহারকারী আক্রমণাত্মক ও অশালীনভাবে সুবর্ণার প্রতি মন্তব্য করে থাকেন। দুঃখজনক একটা ব্যাপার।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা
০.১৬৬০০৭০৪১৯৩১১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩৭.০৯৯০৫৩৮৮০৩১৩ টি কোয়েরী চলেছে