২১

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রমিজ ফাগলা কি এটাকেও পাতানো সিরিজ বলবে?

২২

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২০-০৭-২০১৫ ০৮:০৪)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

ম্যাচগুলো মিস করেছি sad
দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ গুলোর (১২ এবং ১৫ জুলাই) ফুল ভিডিও লিংক আছে কারো কাছে?

২৪

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

সাম্প্রতিক সময়ে ভারতের সাথে ১টা ওয়ানডে, সাউথ আফ্রিকার সাথে ২টা টি২০ আর ১টা ওয়ানডেতে বাংলাদেশ খুব বাজে খেলে হেরে যায়। তাছাড়া বাকি সব ম্যাচগুলোতে বাংলাদেশ যোগ্যতর দল হিসেবেই জিতে। কানকাটা রমিজ কি বলল না বলল তাতে আমাদের এমনকি ক্রিকেট বিশ্বেরও কিছু আসে যায় না।

২৫

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

কোন লিংক নাই তাহলে...  hmm  শুধু ইউটিউবে হাইলাইট দেখেই সন্তুষ্ট থাকতে হবে  crying
হুমম... পাব্লিক আজাইরা জিনিস আপ্লোড করে টোরান্ট ভরায়া রাখে... কাজের জিনিসে কারো দেখা নাই!

২৬

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

কি খেলতাছে রে dream

২৭

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

সাবাশ মুস্তাফিজুর রহমান।  clap clap

একই ওভারে ৩ উইকেট নিয়ে সাউথ আফ্রিকার মিডল অর্ডারের বারোটা বাজায়ে দিল।  thumbs_up

২৮

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

বাংলাদেশ দলের আনসাং হিরো মোহাম্মদ শহীদ thumbs_up

২৯

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩০

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

শহীদের বোলিং এ আমি মুগ্ধ smile আজকের দিনের অন্যতম নায়ক সে smile এবং ধন্যবাদ মুস্তাফিজ, দুর্দান্ত বোলিং এর জন্য।
আগামীকাল আশা করবো বাংলাদেশ বুঝে শুনে খেলবে এবং টেস্ট আমরাই জিতব  yahoo yahoo yahoo yahoo

৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২২-০৭-২০১৫ ১৪:১৯)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

মুস্তাফিজ = মস্ত চীজ। আমি ডেইল স্টেইনের বোলিং স্পেল দেখতে উদগ্রীব।

৩২

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩৩

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

ভাবছিলাম তামিম বুঝি আজহ সেঞ্চুরিটা করেই ফেলবে কিন্তু ৫৭তেই কাইত ।  sad

৩৪

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩৫

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২২-০৭-২০১৫ ১৬:০১)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২২-০৭-২০১৫ ১৬:২৬)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২৩-০৭-২০১৫ ১৪:০৫)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

লীড নেয়া শুরু। গো এ্যাহেড এ্যান্ড একসেলারেইট। লিটন দাশ আজ সাকিবের চেয়ে বেটার খেলবেন মনে হচ্ছে।

৩৯

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

এহ্‌ হে... sad লিটনের সেঞ্চুরী আশা করেছিলাম।

৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (২৩-০৭-২০১৫ ১৫:৪৬)

Re: বাংলাদেশ - দঃ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা

এফ এম বেতার রেডিও ভূমিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার সিরিজের ১ম টেস্টের ধারাভাষ্য প্রচার করা হচ্ছে। আমি মাঝে মধ্যেই শুনি। ওদের কমেন্ট্রি বক্সে ক্যাপ্টেইন হিসেবে সুবর্ণা মুস্তাফা উপস্থিত থাকেন। ধারাভাষ্য দেন মাহ্‌ফুজ, শামসুল, তামান্না, রাকিবুল প্রমুখেরা। সুবর্ণা সরাসরি ধারাভাষ্য অর্থাৎ বল-বাই-বল খেলার বিবরণ দেন না কখনো সেখানে। তিনি মাঝে মাঝে একটু বিশ্লেষণধর্মী কথা বলেন, কখনো খেলার বিশেষ মূহুর্তগুলোতে অন্যদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করেন ধারাভাষ্যের ফাঁকে। রেডিও ভূমির এই ধারাভাষ্য সেশনগুলো টিপিক্যাল বাংলাদেশ বেতারের ধারভাষ্যের চেয়ে ব্যতিক্রম। ওখানে মোটামুটি একটা প্রাণবন্ত আড্ডার মত হয়ে থাকে। প্রচুর শ্রোতার কাছে জনপ্রিয় এদের এই ধারাভাষ্য সেশনগুলো। সুবর্ণা এবং ধারাভাষ্যকাররা মাঝে মাঝেই খেলার বিভিন্ন বিষয়ে, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে, বিভিন্ন কাকতাল নিয়ে কৌতুক করে থাকেন। মুস্তাফিজের মিস হওয়া হ্যাটট্রিকের (৪ বলে ৩ উইকেট) ব্যাপারে আইসিসির কাছে চিঠি লেখার ব্যাপারটিও তিনি অনেকটাই রসিকতা করে বলেছিলেন। আর এটাকেই পুঁজি করে কোন কোন অনলাইন মাধ্যম সিরিয়াস সংবাদ হিসেবে প্রচার করছে। আর সেই সংবাদের লিংকে যেয়ে কিছু কিছু ফেইসবুক ব্যবহারকারী আক্রমণাত্মক ও অশালীনভাবে সুবর্ণার প্রতি মন্তব্য করে থাকেন। দুঃখজনক একটা ব্যাপার।