সর্বশেষ সম্পাদনা করেছেন হাসনাইন আহমেদ জাবের (২৮-০৬-২০১৫ ২১:৩১)

টপিকঃ আমরা পারবো

"ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে আই সি সির নতুন নয়ম" এরকম  হেডলাইনে যখন ছেয়ে গেছে ফেইসবুক, টুইটার সহ অন্যান্য অনলাইন পোর্টালগুলো। ঠিক  তখনই কিছু লোক এর বিরোধিতাও করেছেন। না ঠিক বিরোধীতা নয়, বরং বলা যায় সন্দেহ করছেন। সন্দেহ একটাই এ আবার কোন চক্রান্ত নয় তো? আসলে
বাংলাদেশ, ভারত ক্রিকেটের সম্পর্ক  যখন তুঙ্গে তখন এই সন্দেহটা হতেই পারে।
তবে আমি আপাতত এদের কারো দলেই নেই।

ক্রিকেট বিশ্বের বহুল জনপ্রিয় খেলা না হলেও,  অন্যতমতো বটেই।  সময়ের সাথে সাথে যেমন এর জনপ্রিয়তা বাড়ছে তেমনি বেড়ে চলেছে খেলোয়ারদের প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবজায়গায়ই খেলওয়াররা যখন সেরা ফারপরমেন্স  দিয়ে নিজেকে প্রমান করতে ব্যস্ত তখন বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে  এটাইতো স্বাভাবিক।

আসলে এতদিন ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিং দেখতে দেখতে আমরা  ক্রিকেটারদের নয়,  ৪, ৬ এর ফ্যান হয়ে গেছি। বোলিং টাও যে ক্রিকেটেরই একটা অংশ সেটা আমরা ভুলেই গেছি। যে কারনেই এখন আর রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচ খুব বেশি দেখা যায় না।

আর সবচেয়ে বড় কথা হলো, যে ভালো সে সব ক্ষেত্রে ভালো। যেকোনো পরিস্থিতিতে যারা নিজেদের মানিয়ে নিয়ে জয় ছিনিয়ে আনতে পারে তারাইতো সেরা। আর যারা পারে না তারা নিজেদের ব্যার্থতার দায় মোছনের জন্য নিয়ম কানুনের বরাত দেয়। মনে রাখতে হবে যুদ্ধের ময়দানে শত্রু তোমাকে বিন্দুমাত্র ছাড় দিবেনা এটাই বাস্তবতা। তাই সেরা প্রস্তুতি নয়েই  যুদ্ধে নামতে হবে।

আসলে আমরা  বাঙ্গালী জাতী, আমাদের একটা বদ অভ্যেস আছে যে ,  কোন কিছু হলেই সেটা নিয়ে  পজেটিভ চিন্তা বাদ দিয়ে নেগেটিভ  চিন্তা ভাবনায় মগ্ন হয়ে পরি। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যেকোন প্রতিবন্ধকতাকে অপেক্ষা করে সমনে এগিয় যাওয়ার সামর্থ আমাদের আছে। ইতিমধ্যে আমরা তা প্রমান করতে স্বামর্থ হয়েছি।

তবে হ্যা এটা সত্ত্ব যে, আমরা আমাদের ক্রিকেটকে অনেক বেশি ভালবাসি। তাই সব সময়  ভয়ে ভয়ে থাকি না যানি আবার  কোন ক্ষতি হয়ে যায়  । কারন হিংসুকরা আমাদের ব্যাপারে অনেক বেশি তৎপর।  আমাদের সাফল্য তাদের কখোনোই সহ্য হয় না।


কিনতু যখন আমরা বিজয় লাভ করি তখন আমাদের আনন্দের সীমা থাকে না।  মনে এক অদ্ভুত সাহস চলে আসে। তখন মনে হয় প্রথিবীর কোন শক্তিই আমাদের কাছে কিছু না।

সর্বোপরি একটা কথাই বলবো, আমাদের সোনার ছেলেরা ভালো করছে। আরো অনেক ভলো করবে। বিশ্বের বুকে প্রমান করবে  কোন নিয়ম কানুন দিয়ে আমাদের আটকানে যাবে না। তখন আমাদের সকল সন্দেহ, বিরোধিতা দূর হয়ে যাবে। আমরা নেতৃত্ব দিব এই বিশ্ব ক্রিকেটকে। আমাদের সে শক্তি আছে আমরা পরবো......।

এইচ এ জাবের