টপিকঃ শ্যাম রাজার দেশে ( পঞ্চম পর্ব )
মুয়াং বোরান (অ্যানসিয়েন্ট শ্যাম )
ব্যাংককের দ্বিতীয় দিনে আমরা যাব মুয়াং বোরান । এখানে মানে হোটেল অ্যাম্বাসেডর এ নাস্তা খাবার বাবস্থা দুই জায়গায় । পুল সাইডে ইউরোপিয়ানদের জন্য আর ভিতরে দেখলাম আমরা মানে এশিয়ান দের জন্য । আয়েশ করে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম মুয়াং বোরান বা অ্যানসিয়েন্ট শ্যাম এর উদ্দেশ্যে । গাড়ি হোটেল থেকেই ঠিক করা ছিল ।
আজকেও যথারীতি খাঁ খাঁ রোদ্দুর ,তবে বাতাস ও প্রচুর। মুয়াং বোরান বা অ্যানসিয়েন্ট শ্যাম কে বলা হয় মিনি থাইল্যান্ড । এটা একটা পার্ক আর এর মানচিত্র অবিকল থাইল্যান্ড এর মানচিত্রের মত । এর জন্য একে বলা হয় মিনি থাইল্যান্ড ।
ভিতরে প্রবেশ করে কিছুদুর হেঁটেই আমরা উঠলাম মিনি ট্রাম এ।
দুপাশে নানারকম স্থাপনা দেখতে দেখতে এগিয়ে চলছি ,এক জায়গায় এসে ট্রাম থেমে গেল । বৌদ্ধ মন্দির বা প্যাগোডা এর সামনে । আমরা নেমে ভিতরে গেলাম ।
ভিতরে অন্য একদল জাপানি পর্যটক দের গাইড যেন কি বলছিল,না বুঝলেও আমরাও কিছুক্ষণ বসে রইলাম ওখানে ।
ভিতর থেকে বাইরের ভিউটা দারুন । কিছু ছবি তুলে বেরিয়ে এলাম । প্যাগোডা থেকে বের হয়ে একটু এগিয়ে দেখি আরেকটা ভবন থেকে সিঁড়ি দিয়ে হই হুল্লোড় করে নেমে আসছে একদল স্কুল উইনিফরম পড়া শিশু। মনে হয় স্টাডি ট্যুর এ এসেছে।
চারপাশের জায়গাটা এত্ত সুন্দর যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই মন চাইছিল না ।
আবার ট্রাম এ চড়ে যাত্রা। কিছুদুর পর পর নেমে দেখছিলাম থাইল্যান্ডের সব বিখ্যাত স্থাপনার রেপ্লিকা। ট্রাম বেশ ধীরে চলছিল যাতে সবাই ভাল করে দেখতে পায় আর ছবিও তুলতে পারে ।
এমারেল্ড মন্দির , ফ্রুট শেপড টাওয়ার , ওয়াট ফো খাও তন ,
রয়্যাল স্টান্ড , ফ্রা মাহা থাট এর স্টুপা , ফুয়াং নাগা সহ আর অনেক স্থাপনার রেপ্লিকা আছে এই অ্যানসিয়েন্ট শ্যাম এ।
আরও অনেক স্থাপনা আছে যার নামগুলো এত খটমট যে আমার মনে নেই ।
এছাড়া আছে কিছু নতুন নতুন দৃষ্টি নন্দন বাগান যা অন্য কোন কিছুর আদলে তৈরি না ।
সব শেষে ট্রাম এসে নামিয়ে দিয়ে গেল কাঠের তৈরি ছোট খালএ ঘেরা এক জায়গায় । এখানে নেমে বিশ্রাম,খানা আর হেটে ঘুরে বেড়ানোর জন্য । নেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম পানিতে ঘেরা কাঠের তৈরি শহরে ।
এখানে ঘরগুলো সব পানির উপর গড়ে উঠেছে , ফ্লটিং মার্কেট ও আছে । আমরা বসে আইস ক্রিম খেলাম ,কেন জানি লাঞ্চ করতে ইচ্ছে হল না ।
জায়গাটা এত্ত সুন্দর ,মনে মনে ভাবছিলাম আহা যদি এখানেই থেকে যেতে পারতাম !!
যেহেতু তা সম্ভব না তাই উঠে পরলাম ফেরার জন্য । ট্রামে উঠে চলে এলাম এক্কেবারে গেটের কাছে । এবার যাব ব্যাং পা প্যালেস এ। ............... (চলবে)