Asus এর Zenfone 5 আর Zenfone 2 এর স্পেসিফিকেশন আর দাম দেখলে রীতিমত জিভে জল এসে যাচ্ছে। এতো কমে ফোনগুলো ছাড়া হচ্ছে তাই কেমন জানি ভরসা কম পাচ্ছি। তাই আমার কিছু ইউজার রিভিউ দরকার এই Zenfone গুলোর সম্পর্কে। ব্যাটারি কেমন যায়, টাচ সেন্স কেমন, গরম হয় কিনা, টিকতে পারে কতদিন, প্রসেসিং স্পীড কেমন এইসব আরকি। pros ছাড়া cons গুলোও জানা দরকার। কেউ ইউজ করলে বা আপনার আশে পাশের কেউ ব্যবহার করলে একটু অভিজ্ঞতাটা শেয়ার করবেন প্লিজ।
ব্যাটারী নিয়ে কমপ্লেন আছে শুনেছিলাম। তবে Zenfone 2 ভাল ফোন, চোখ বন্ধ করে ভাল ফোন। কথা হচ্ছে, ওইটার বাজেটে MI3, Mi4i, Mi4, OnePlus One মেলা গুলা ভাল ফোন আছে।
আমি জেনফোন ৫ ইউজ করছি। সব দিক দিয়ে স্যাটিসফাইড শুধুমাত্র ব্যাটারী ড্রেইন করে প্রচুর। আমি বেশ সন্তুষ্ট ফোনের পারফর্ম্যান্স নিয়ে। Antutu বেঞ্চমার্ক 22k+। কম বাজেটে বেশ ভাল পারফর্ম্যান্স চাইলে আমি এ ফোনটা রেকমেন্ড করব যদি ব্যাটারী ড্রেইনেজ সমস্যাটা মেনে নিতে পারেন। কদিন আগে ললিপপ ফার্মওয়্যার রিলিজ দিয়েছে, কাজেই ললিপপে আপগ্রেড করে নিতে পারেন। CPUZ দিয়ে চেক করে দেখলাম রানটাইম সেই Dalvik বুঝলাম না কিভাবে কি করল। এনিওয়ে, যেনফোন ফাইভের দুটো ভার্সন আছে। A500CG এবংA501CG। দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই তবে প্রথমটার ক্লকস্পীড 2GHz, দ্বিতীয়টা 1.6GHz। সর্বোপরি আমি বেশ সন্তুষ্ট ফোনের পারফর্ম্যান্স নিয়ে। Asphalt 8 Airborn আমার 1.6GHz মডেলে কোন ল্যাগ করেনি।
জেনফোন ৫ এর ব্যাটারী ইস্যু ছাড়া আর তেমন কোন সমস্যা পড়ি নাই। তবে ললিপপ আপডেটের পর ভালো মাত্রায় নাকি ব্যাটারী ড্রেন হয়
জেনফোনের ব্যাপারে নাকি একটা গুজব রয়েছে যে, ইন্টারন্যাশনাল এডিশন ভালো তাইওয়ানের টা খারাপ। জানি না একজনের মুখে শুনেছিলাম। পরে দোকানদার থেকে শুনলাম ডিভাইস সব একই শুধু আপডেটের ক্ষেত্রে রিজিউন ভিন্ন থাকে। বিল্ড ভার্সনে TW থাকলে সেটা তাইওয়ানের আর WW থাকে গ্লোবাল ভার্সনের নাকি বুঝায়
সবাইকে আন্তরিক ধন্যবাদ মূল্যবান মতামত এর জন্য। ডিসিশন ফাইনাল করলাম অবশেষে, Zenfone 2 (ZE500CL) টা নিয়ে নেব। একই প্রাইজ রেঞ্জ এর মধ্যে ৩টা সেট (zenfone 5, zenfone 2, symphony zvi) তুলনা করে বার বার এটাকেই বেটার পেয়েছি।
আমি জেনফোন ২ লেজার ব্যবহার করি। সবকিছুই ঠিক আছে, শুধু মেইন ক্যামেরা ছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে যত সুন্দর সেলফি তুলতে পারি মেইন/ব্যাক ক্যামেরা দিয়ে তার অর্ধেক সুন্দর ছবিও উঠে না
ZE551ML 4GB+32GB ব্যবহার করছি প্রায় বছর খানেকের কাছাকাছি। যখন কিনেছিলাম তখন এত কম দামে এত হাই স্পেক্স-এর ফোন ছিলো না (লেনোভো k3 note বাদে) এমনিতে ফোনটা ভালোই। তবে কিছু সমস্যা পেয়েছি - ওয়াইফাই বেশ দুর্বল। একই স্পটে অন্যান্য ডিভাইসে নেটওয়ার্কের সিগন্যাল স্ট্রেঙ্গ্থ অনেক বেশি পাওয়া যায়। এছাড়া, অনেক এ্যাক্সেস পয়েণ্টে কানেক্ট-ই করতে পারে না। কিছু কিছু নেটওয়ার্কে ৩/৪বার ওয়াইফাই টগল করে ম্যানুয়ালী কানেক্ট করাতে হয়। ঈদানীং ট্রাভেল করতে হচ্ছে, তাই এয়ারপোর্টে কিংবা ওয়েটিং লাউঞ্জে কয়েকবার এ সমস্যার সম্মুখীন হয়েছি।
ডে-লাইটে ক্যামেরাটা যথেষ্ট ভালো। তবে লো-লাইট কণ্ডিশনে এ্যাবসলিউটলী হরিবল! ZF2-র লো-লাইট / হাই-আইএসও পারফর্ম্যান্স একটা লেইম জোক ছাড়া আর কিছুই নয়। নীচের ব্যাপক সাড়া জাগানো ভিডিওটা দেখে কেনার সিদ্ধান্ত নিয়েছিলামঃ
কিন্তু প্র্যাক্টিকালী লো-লাইট ফটোগ্রাফী করতে গিয়ে হতাশ হয়েছি। আফ্রিকার রাতগুলো মোহনীয় হয়। বিশাল বড় রুপোলী চাঁদ, ভরা পূর্ণিমার উজ্বলতা, লম্বা সারিতে স্ট্রীট ল্যাম্পের সোডিয়াম আলো - এসব দৃশ্য অসাধারণ। কিন্তু হাজারো চেষ্টা করেও একটাও ছবি মনের মতো তুলতে পারি নি। এটা বাদ দিলে রেগুলার আইএসও-তে ZF2 ক্যামেরাটা ভালোই।
ব্যাটারী ড্রেইন - আমার ডিভাইসটায় ইন্টেল এ্যাটম সিপিউ, এর কাছে লঙ ব্যাটারী লাইফ এক্সপেক্ট করা আর গোল ফুটোয় চৌকো বাক্স ঢোকাতে যাওয়া একই কথা। আমার এক পার্টনার আর্ম চীপ-ওয়ালা ZE550ML কিনেছিলো (ওটার ব্যাটারী সম্ভবতঃ 2000mah) - দু'টো মডেলই সিমিলার ইউজে প্রায় এক দিন যায়। তবে চার্জারটা কুইক চার্জ এনাবলড - ৩০-৪০ মিনিটে প্রায় ৬০% চার্জ হয়ে যায়। প্রথম যখন কিনেছিলাম তখন দেড় দিনের বেশি যেতো, এখন ১ দিন চলে। মিজভীবাপ্পাদার পোস্ট পড়ে এখন ললী-র ওপর সন্দেহ হচ্ছে। মার্শম্যালো আপডেট আসার কথা শুনছি প্রায় ২ মাস হয়ে গেলো। তবে এসুসের পাওয়ার ম্যানেজমেণ্ট এ্যাপটা বেশ কাজের - আউটডোরে লম্বা সময় থাকতে হলে পাওয়ার-সেভিং মোড চালু করে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়।
Asus এর Zenfone 5 আর Zenfone 2 এর স্পেসিফিকেশন আর দাম দেখলে রীতিমত জিভে জল এসে যাচ্ছে। এতো কমে ফোনগুলো ছাড়া হচ্ছে তাই কেমন জানি ভরসা কম পাচ্ছি। তাই আমার কিছু ইউজার রিভিউ দরকার এই Zenfone গুলোর সম্পর্কে। ব্যাটারি কেমন যায়, টাচ সেন্স কেমন, গরম হয় কিনা, টিকতে পারে কতদিন, প্রসেসিং স্পীড কেমন এইসব আরকি। pros ছাড়া cons গুলোও জানা দরকার। কেউ ইউজ করলে বা আপনার আশে পাশের কেউ ব্যবহার করলে একটু অভিজ্ঞতাটা শেয়ার করবেন প্লিজ।
প্রতিযোগিতামূলক বাজার হিসেবে স্মার্টফোন বাজার বর্তমানে অনেকটা নমনীয়তা বজায় রাখে। তুলনামূলক কম দামে স্মার্টফোন বাজারে এনে বাজার দখলের প্রচেষ্টায় মরীয়া স্মার্টফোন কোম্পানিগুলো। বর্তমানে আমাদের দেশে ১৫০০০ টাকা বাজেটের মাঝে অনেক ভাল ভাল স্মার্টফোন পাওয়া যাচ্ছে এবং ভোক্তাগণ ব্যাবহার করে সন্তুষ্টও প্রকাশ করছে।
তবে সবাই চায় সেরাটা পেতে। আমরা ১৪,৯৯০ টাকা বাজেটের মাঝে সেরা ৫ স্মার্টফোন এর সুবিধা , অসুবিধা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ।
আজকে আমরা ১৪,৯৯০ টাকা বাজেটের মাঝে সেরা ৫ স্মার্টফোন আপনাদের মাঝে তুলে ধরবো।