Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
অাসুসের ফোনে ইন্টেল মোবাইল প্রসেসর একটু ব্যাটারি বেশি খায়, অামার অাসুস ট্যাবে দেখেছি।
ENJOY AS U LIKE IT
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
ব্যাটারী নিয়ে কমপ্লেন আছে শুনেছিলাম। তবে Zenfone 2 ভাল ফোন, চোখ বন্ধ করে ভাল ফোন।
কথা হচ্ছে, ওইটার বাজেটে MI3, Mi4i, Mi4, OnePlus One মেলা গুলা ভাল ফোন আছে।
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
আমি জেনফোন ৫ ইউজ করছি। সব দিক দিয়ে স্যাটিসফাইড শুধুমাত্র ব্যাটারী ড্রেইন করে প্রচুর। আমি বেশ সন্তুষ্ট ফোনের পারফর্ম্যান্স নিয়ে। Antutu বেঞ্চমার্ক 22k+। কম বাজেটে বেশ ভাল পারফর্ম্যান্স চাইলে আমি এ ফোনটা রেকমেন্ড করব যদি ব্যাটারী ড্রেইনেজ সমস্যাটা মেনে নিতে পারেন। কদিন আগে ললিপপ ফার্মওয়্যার রিলিজ দিয়েছে, কাজেই ললিপপে আপগ্রেড করে নিতে পারেন। CPUZ দিয়ে চেক করে দেখলাম রানটাইম সেই Dalvik বুঝলাম না কিভাবে কি করল। এনিওয়ে, যেনফোন ফাইভের দুটো ভার্সন আছে। A500CG এবংA501CG। দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই তবে প্রথমটার ক্লকস্পীড 2GHz, দ্বিতীয়টা 1.6GHz।
সর্বোপরি আমি বেশ সন্তুষ্ট ফোনের পারফর্ম্যান্স নিয়ে। Asphalt 8 Airborn আমার 1.6GHz মডেলে কোন ল্যাগ করেনি।
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
জেনফাইভ ব্যাটারি খায় পাগলার মত। আর ক্যামেরা তেমন ভালোনা।
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
যাই নেন ললিপপ আপডেট দিয়েন না। তাহলে কিন্তু ব্যাটারী ড্রেনিং কমাতে পাওয়ার ব্যাংক নিয়া ঘুরা লাগবে
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
Zenfone 2 তে ব্যাটারি ড্রেন নেই খুব সম্ভবত। ওটা জেনফোন ৫,৬ সিরিজের সমস্যা ছিল। জেনফোন ২ এ নতুন প্রসেসর ইউজ করেছে।
Re: Asus Zenfone এর জন্য সাজেশন দরকার
আমি জেনফোন ২ লেজার ব্যবহার করি। সবকিছুই ঠিক আছে, শুধু মেইন ক্যামেরা ছাড়া
ফ্রন্ট ক্যামেরা দিয়ে যত সুন্দর সেলফি তুলতে পারি মেইন/ব্যাক ক্যামেরা দিয়ে তার অর্ধেক সুন্দর ছবিও উঠে না