টপিকঃ ডিজাইন নিয়ে তাত্বিক পড়াশুনার সাহায্য
আমি ডিজাইন শিখেছি ফ্রিলেন্সার হওয়ার জন্য। তবে কোন প্রতিষ্ঠান এ নয়। গুগুল মামা আর ইউটিউব আপুর কাছ থেকে লোগো, বিজনেস কার্ড, ইনফো গ্রাফিক্স, মেগাজিন কভার ডিজাইন ইত্যাদি শিখলাম। কিন্তু ধরা খাইলাম ইলেন্স এ স্কিল টেস্ট দিতে গিয়ে। অনেক প্রশ্নই কি বলছে তা বুঝি নাই বা টাইম আপ এর কারনে দিতে পাররাম না। এখন ডিজাইন যত ভালোই জানি স্কিল টেস্ট দেয়ার জন্য যে তাত্বিক জ্ঞান দরকার সেটা আমার কমতি আছে। তাই দযা করে বলবেন এই স্কিল টেস্ট দেয়ার জন্য আমি কোথা থেকে লেখা পড়া করতে পারি ( অবশ্যই ইন্টারনেট)