কোডার ভাইকে ধন্যবাদ এই সুবিধাটি যোগ করার জন্য।
যেহেতু এখানে পাইরেসি নিয়ে একটু কথা চলছিল, তাই আমি এই সুযোগে কিছু কথা বলতে চাই।
আমি প্রায় এক বছরের মত mp3tunes ব্যবহার করছি। এটি তার ফ্রী ব্যবহারকারীদের আনলিমিটেড স্পেস দিত (তবে প্রতিটি গান ১০মেগার নিচে হতে হতো)। আমার একাউন্টে প্রায় ৮০০র ওপরে গান ছিল। এখন সেদিন ইমেইল পেলাম mp3tunes-এর সিইও আমাকে জানালো সম্প্রতি EPI নামক এক রেকর্ডিং কোম্পানী mp3tunes-এর বিরুদ্ধে মামলা ঠুকেছে। কারণ, mp3tunes নাকি তার ব্যবহারকারীদের কপিরাইট সংক্রান্ত জিনিস রাখতে দেয়। এখন mp3tunes-এর যুক্তি হলো, তারা তো জানে না তাদের ব্যবহারকারীরা কি কি জিনিস রাখে তাদের একাউন্টে (মানে ব্যবহারকারীদের প্রাইভেসী বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করে)। তাছাড়া ধরুন, আমি একটা সিডি কিনে সেটা রিপ করে সেটা আমার mp3tunes-এর লকারে রাখলাম যাতে আমি যেকোনো স্থাণে বসে গান শুনতে পাই সিডি বহন না করে। এখন এতে কি কপিরাইটের কিছু হল। আমি তো ঠিকই গানগুলো ক্রয় করেছিলাম। এখন EPI যদি mp3tunes কে এব্যাপারে দোষারোপ করে তখন সেটা কেমন দেখায় বলুন তো?
এখন mp3tunes-এর সিইও আমার মত ফ্রী ব্যবহারকারীকে জিজ্ঞেস করেছে যেন আমার মত ব্যবহারকারীরা প্রিমিয়াম একাউন্ট খুলি। এতে mp3tunes কিছু পয়সা পাবে মামলা লড়ার জন্য, আইনজ্ঞ নিয়োগ সহকারে। উল্লেখ্য, mp3tunes নাকি ১৫-জন লোক দ্বারা চালিত একটি কোম্পানী। আর EPI নাকি একটি আন্তর্জাতিক কোম্পানী। আর সিইও আরো অনুরোধ করল যেন আমার মত ব্যবহারকারীরা আমাদের ব্লগ বা ফোরামের মত স্থাণে তাদের সমর্থন জানাই। আমি এই কারণে তাদের সমর্থন জানাচ্ছি না যে আমি তাদের এক ব্যবহারকারী। কিন্তু আমি তাদের কাজে কোন ভুল দেখছি না।
এ ব্যাপারে বিস্তারিত পাবেন এখানে।
ফ্রী, আনলিমিটেড গান রাখার স্পেস খুঁজতে খুঁজতে mp3tunes কে পেয়েছিলাম। আর এরকম পাব কিনা জানিনা। তারা জানিয়েছে, যদি তারা মামলায় হারে তাহলে আমার মত ব্যবহারকারীর সকল গান নষ্ট হয়ে যাবে।
[পাইরেসি নিয়ে কথা উঠেছিল বলে এসব কথা বললাম। আশা করছি এটিকে অফটপিক হিসেবে দেখবেন না। আমি একারণেই জানালাম যে, আমি জানতে চাচ্ছি আপনাদের মতামত কি এ ব্যাপারে? আর আপনাদের মধ্যে কেউ কি mp3tunes ব্যবহার করেন কিনা? করলে কি করবেন যদি সব গান নষ্ট হয়ে যায়?]