Re: ট্রিপল শরবত
পুদিনা আর ফালসা একটাও আশেপাশে নাই। তবে প্রিয়তে রেখে দিয়েছি। হাতের কাছে পেলে বানানো যাবে। smile আরও কিছু পানীয়ের রেসিপি দেন।
আচ্ছা দিবনে
আমি অবশ্য বানানোর চেষ্টা করেছিলাম। খুব একটা সফল হয়েছি বলা যাবে না। রং ঐ রকম সবুজ হয়নি। বরং কিছুটা কালচে হয়ে গিয়েছিল! জিরাও মনে হয় পরিমাণ মত দিতে পারিনি! tongue
তাজা পুদিনা পাতা পেলে আরেকদিন চেষ্টা করব। smile
অবশ্যই তাজা পাতা ব্যাবহার করবেন আর কালচে যাতে না হয় তার জন্য বিট লবন ও জিরা গুঁড়া নামানোর একটু আগে মিশাবেন ।
পুদিনা পাতা আর আনারসেরটা সেদিন চেষ্টা করেছিলাম। পুদিনারটা এপিক ফেইল!! খাদকেরা খেয়ে মুখের যা চেহারা করেছে, সেটা ভিডিও করে রাখা উচিত ছিল! hehe kidding তবে, আনারসেরটা ভাল হয়েছে। ফালসা কী জিনিস, কে জানে বাবা! তাই ওটা বাদ। বঙ্গদেশে এলে আমাকে করে খাওয়াবেন কিন্তু, মিলি! blushing
'একবার না পারিলে দেখ শতবার "
ফালসা হল ইন্ডিয়ান বেরি কলকাতায় মেলা পাওয়া যায় । আর বঙ্গদেশে এলে খাওয়াবনে একদিন এতে আবার লজ্জা পাওয়ার কি হল