টপিকঃ এপিগ্রাম ইন “আজ চিত্রার বিয়ে”
আজ চিত্রার বিয়ে
হুমায়ূন আহমেদ
এপিগ্রাম :
১। মেজাজ খারাপ থাকলে নরমাল কথা শুনলেও রাগ লাগে। আর মেজাজ ভালো থাকলে প্যাঁচানো কথা শুনেও মনে হয় বাহ কি সুন্দর প্যাঁচিয়ে কথা বলছে।
২। ছেলে পক্ষ হল জাহাজ আর মেয়ে পক্ষ হল কাগজের নৌকা।
৩। যে কোন উৎসবেই মেয়েরা সেজে-গুজে কলকল করলেই উৎসব জমে যায়।
৪। অল্প বয়সী মেয়েরা খুব সহজেই কষ্ট পায়।
৫। মেয়েরা দুশ্চিন্তা করতে খুব ভালবাসে। দুশ্চিন্তা করার কোন বিষয়ই না এমন বিষয় নিয়েও তারা দুশ্চিন্তা করে।
৬। মতলব বাজ পুরুষ বোকা মেয়ে পছন্দ করে।
৭। মাতাল মানুষ কখন কি করে বসে তার ঠিক নেই।
৮। পছন্দের ব্যাপার গোপন থাকাই ভালো।
৯। অভাব খুব খারাপ জিনিষ।
১০। কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশী হয়। কোন কিছু না পেয়েই খুশী হয়।
১১। শরীর বেশির ভাগ সময় মনের সমস্যা ভুলিয়ে দেয়।
১২। বিয়ের দিন কনে বাড়ি থেকে বের হতে পারে না, নিয়ম নেই।
১৩। ছাল নেই কুত্তার বাঘের মত ডাক।
১৪। ছোট ছোট ঝগড়া সহজে মিটতে চায়না। ছোট ঝগড়া গুলি চোরা কাটার মত। একবার কাপড়ে লাগলে আর ছুটতে চায় না, এক যায়গা থেকে উঠে অন্য যায়গায় লাগে। বড় ঝগড়া গুলি মানকাটার মত। একবার তুলে ফেললে আর লাগার সুযোগ নেই।
১৫। শুভ কাজে দাঁড়কাক দেখা ভয়ঙ্কর লক্ষণ।
প্রথম প্রকাশ : ঝিঁঝি পোকা