১ ১০-০৬-২০১৫ ০৯:২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন twityador00 (১০-০৬-২০১৫ ০৯:৩০)
Re: ফায়ার ফক্স এড সমস্যা
যদি অনাকাঙ্খিত অ্যাড-অন আনইন্সটল করেই থাকেন তাহলে এবার কন্ট্রোল প্যানেল থেকে Programs and Features এ গিয়ে দেখুন কোন অপরিচিত সফটওয়্যার ইন্সটল হয়ে আছে কিনা।
Re: ফায়ার ফক্স এড সমস্যা
আমার অবশ্য অন্য সমস্যা। ফায়ারফক্স ৩৮.০.৫ খুব ঝামেলা করছে। প্রায়শই হ্যাং হয়ে বসে থাকে। পরে আনইনস্টল করে পুরনো ভার্সনে ফেরত গেছি। তবে এটা ঠিক, ফায়ারফক্স ইদানিং ঝামেলা করছে।
Re: ফায়ার ফক্স এড সমস্যা
Re: ফায়ার ফক্স এড সমস্যা
আমার সমস্যার সমাধান হয়ে গেচে তবে কোন অড-অন ছাড়া! ফায়ার ফক্সের অফিসিয়াল সাপোর্ট সাইড থেকে টিপস টা পেলাম খুবই সহজ। Open Help Menu> Troubleshooting Information> Reset FireFox.
বেস কাজ শেষ।
আর সবাইকে ধন্যবাদ পোস্ট এ কমেন্ট করার জন্য