Re: বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশে যাও নি
বাঘের ঠ্যালা খাও নি !!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
বাংলাদেশে যাও নি
বাঘের ঠ্যালা খাও নি !!
১০০ রান বা তার চেয়েও বেশি রানে হারানোর সুযোগ ছিল কিন্তু শেষের দিকে এসে শুধু শুধু কেন এই রান গুলো দিতেছে
জিতে গেছিরে
বাংলাওয়াশ ইজ অন!!!
উ লালা উ লালা
মউকা মউকা
উ লালা উ লালা
মউকা মউকা
বাংলা বাশ বাংলা বাঁশ
ঢুকা ঢুকা !!
১৭ ওভারে তাদের সংগ্রহ ২/৯৫ রান,
বাংলাদেশী ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে উল্লাস করছে ভারতীয় পতাকা হাতে টিভিতে দেখছি, তারা ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছে , সাহস দিচ্ছে ,
জিত্তা গেছিরে
টাইগারদের অভিনন্দন ! আবারো একটি বাংলা ওয়াশ দেখার অপেক্ষায় রইলাম।
গতকাল অসাধারন একটা জয় পেলাম আমরা এখন অপেক্ষা শুধু বাংলাওয়াশের
বাংলাওয়াশ না হলেও সমস্যা নেই কারন আসল কাজ আমরা করেই ফেলেছি
তবে মনে প্রাণে চাচ্ছি বাংলাদেশ ভারতকে বাংলাওয়াশ করুক।গতকাল বাংলাদেশী দর্শকরা ভারতীয় দর্শকদের সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল।মেলর্বোনে আমাদের বাংলাদেশী প্রবাসী দর্শকদের সাথে ভারতীয় প্রবাসী দর্শকরা সেদিন যেরকম আচারন করেছিল এবং তাদের ঐ খারাপ আচারন থেকে আমাদের মিডিয়ার সাংবাদিকরাও রেহাই পায়নি তার কিছুটা প্রতিশোধ হয়ত বাংলাদেশী দর্শকরা দেশের মাটিতে সুযোগ পেয়ে তুলে নিয়েছে।তবে আমি ও খেলাকে খেলার জায়গা রাখতে চাই এটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কোন প্রয়োজন মনে করিনা
রায়ডুকে আউট দেওয়ার সময় আম্পায়ার কে ছিল?
একটা কথা বলি, কেউ কিছু মনে কোরেন না। ভারতের সাথে আমরা যেরকম খেলেছি এরকম যদি দক্ষিণ আফ্রিকার সাথেও খেলি তবে গোহারা হারতে হবে। সিরিজ জেতার আনন্দে আমরা ভুলেই গিয়েছি- পুরো সিরিজে আমাদের কেউ একটা লং ইনিংস খেলতে পারেনি, মুস্তাফিজ-নাসিরের বাইরে অন্য বোলারদের লাইন-লেংথের বেহাল অবস্থা হয়েছে, ফিল্ডিংয়ের সময় একাধিকবার আমরা ওভার থ্রো-তে চার দিয়েছি।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা
০.০৬৪১১৯১০০৫৭০৬৭৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৬.৬৭১৩৯৭৭৪২৯৪৯ টি কোয়েরী চলেছে