টপিকঃ লিনাক্সে মডেম কানেকশন প্রবলেম
আমার টেলিটক মডেম দিয়ে লিনাক্সে কানেক্ট করতে গেলে রুট পারমিন দিয়ে Teletalk_3G এপটি চালাতে হয়। যা আমি ট্রারমিনালে করে থাকি নিচের মতো কমান্ড দিয়ে-
sudo /bin/Teletalk_3G
এখন আমি চাচ্ছি আমি যখনই পিসি ওপেন করবো তখনই যেন এই মডেমটি চালু হয়ে যায়। যেহেতু রুট পারমিশন আছে তাই startup application দিয়ে করলেও কাজ করছে না। কেউ কি কোন সাহায্য করতে পারেন।