Re: এমন একটা ছাতাওয়ালা বাইক কিনতে মন চায়
তাহলে তো ঢাকাতে আমার স্বপ্নও সত্যি হতে পারে। স্কুটিটা দেখে কি পার্সোনাল নাকি কোনো কোম্পানির কাজে ব্যবহার হচ্ছে মনে হল?
পার্সোনাল মনে হল। একজন হুজুর চালাচ্ছিলেন
বাইকটা ছাইরংয়া ছিল। দেখতে খারাপ লাগছিলনা। তারউপর আবার একটু বৃষ্টি হচ্ছিলতো তাই বাইকের মাহাত্ম্য টের পাচ্ছিলাম । তবে কোন কোম্পানীর সেটা খেয়াল করে দেখতে পারিনি
বাধা ছিল মন কিছু স্বার্থের মায়াজালে...