টপিকঃ লম্বা টপিক পোস্ট করতে সমস্যা হচ্ছে!!!!
নতুন টপিক পোস্ট করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে যদি পোস্টটি একটু লম্বা হয় এবং অনেকক্ষণ ধরে টাইপ করার প্রয়োজন হয় তবে পেজটি হ্যাং হয়ে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার কারণে আমাকে আবার লগ ইন করতে বলছে।কিন্তু নতুন ভাবে লগইন করলে আমার লেখাটি হারিয়ে যাচ্ছে।অথবা একটা ম্যাসেজ আসছে যেটা আমাকে “আমি নিশ্চিত” বা “বাতিল” এরকম বাটনে প্রেস করতে বলছে।এক্ষেত্রে “আমি নিশ্চিত” “বাতিল” যে বাটনেই প্রেস করা হোক না কেন লেখাটি হারিয়ে যাচ্ছে। সমাধান চাই।