Re: উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
ধন্যবাদ। দেখা যাক....
Features in Windows 10:
a) Cortana: টাস্ক বার সার্চ অপশন একটুও বদলেছে বলে আমার মনে হয়না। ভিএম এ উইন্ডোজ ৮ দিয়ে সার্চ কিওয়ার্ড রেজাল্ট কম্পেয়ার করে ব্যাপারটা সহজেই টেস্ট করা যায়। শুধু নতুন নাম দিলে নতুন ফিচার হয়ে যায়না।
b) Start Menu: এটাকে ঠিক স্টার্ট মেনু বলবনা। বরং স্ট্রার্ট স্ক্রিনেরই কাস্টমাইজ ভার্সন বলা যায়। এটাও নতুন ফিচার না।
c) Notification Center (আরেকটু বিস্তারিত বলেন। জিনিসটা কি... খায় না মাথায় দেয়... কতটুকু কাজে আসে...)
d) Wifi Share within contacts ( )
e) Multi-tasking window (c দ্রশ্টব্য)
f) Much Better Interface (মত সাপেক্ষ! হলেও ... নতুন ফিচার না। আগের ফিচারে ঘষা মাজা।)
g) It's 10 ( Because the best OS in the world also happens to be the 10. wink ) (জী....)
h) Terminal Improvements (!!!)
i) Store Improvement (!!!!!)
j) Universal Apps (One OS, every device) (এটা ঠিক আছে, যদি উইন্ডোজ ফোন থাকে আরকি )
k) Windows Update via Local Machines / Network or Through main server (Ensures faster updates) (হুমম এই আপডেটের ফিচার হল... ভবিষ্যৎ আপডেট তারতারি হবে... )
আমার লিষ্টে নতুন ফিচার সংখ্যা এখনো শুন্য!
সে সাপেক্ষে টেন-টেন ধেন-ধেন করে উল্লাস নৃত্যটা কিঞ্চিত কমানো দরকার বলে কি মনে হয় না?