Re: উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
কোথায় ছিলেন আপনি এতদিন। আমাদেরকে ভুলে গেছেন
ভুলি নাই, ছবি ভাই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
কোথায় ছিলেন আপনি এতদিন। আমাদেরকে ভুলে গেছেন
ভুলি নাই, ছবি ভাই
এই উইন্ডুজ ১০ নিয়ে শুরু থেকেই চারিদিকে মাইক্রোসফটি পোলাপানরা ব্যাপক লাফালাফি করতেছিলো সবকিছুই স্কিপ করে গেছি। তা রিলিজের সময় তো হয়েই গেছে দেখি, Win 7 এর key দিয়ে ডাইরেক্ট ইন্সটল করা যাবে নাকি Win 7 সেটাপ দিয়ে আপগ্রেড করতে হবে?
ছবি-Chhobi লিখেছেন:কোথায় ছিলেন আপনি এতদিন। আমাদেরকে ভুলে গেছেন
ভুলি নাই, ছবি ভাই
অফটপিক করার জন্য ও বাচ্চাদের কথার ভেতর বড়দের কথা( ) বলার জন্য আপনাদের দুইজনকে সতর্ক্ববার্তা প্রেরণ করা হইল
পুনঃ অফটপিকের জন্য নিজেকেও একটা সতর্কবার্তা দিয়ে রাখলাম
Win 7 সেটাপ দিয়ে আপগ্রেড করতে হবে?
এইটা করলে নিউ কি দিয়ে দিবে W10 কম্পাটিবল। তখন ক্লিন ইন্সটল করতে পারবা।
শিওর দিবে ? কই দিবে আর কিভাবে দিবে ?
২৯শে জুলাইয়ের পরে ইনসাইডারদের কি হবে ?
২৯শে জুলাইয়ের পরে ইনসাইডারদের কি হবে ?
ইনসাইডারই থেকে যাবে।
শিওর দিবে ? কই দিবে আর কিভাবে দিবে ?
সময়ই বলে দেবে :v
২৯শে জুলাইয়ের পরে ইনসাইডারদের কি হবে ?
ইনসাইডারদের সম্ভবত আবার আপডেট আসতে পারে ফাইনাল রিলিজের
উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ ১০২৪০ অ্যাক্টিভেট করতে পারছি না । কী করণীয় ?
২৯শে জুলাইয়ের পরে ইনসাইডারদের কি হবে ?
Insider চ্যানেল একটিভ থাকবে। অর্থাৎ ফিউচারে ওদের যত আপডেট আসবে সেগুলার বেটা টেস্ট ইনসাইডাররাই করবে। তবে চাইলে আপনি ইনসাইডার ডিজ্যাবল করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স কিনতে হবে (না কিনলেও কি আসে যায় আসলে ? )
সময়ই বলে দেবে :v
আমার জানামতে ওরা লাইসেন্স দিবে না। MSA ভেরীফিকেশন থাকবে শুধু। যতক্ষন পর্যন্ত ওই MSA দিয়ে কানেক্টেড থাকবে, ততক্ষন ভ্যালিড ইউজার। আমার পছন্দ হয়েছে এইটা, লাইসেন্স মনে রাখার ঝামেলা নাই।
উইন্ডোজ ১০ এন্টারপ্রাইজ ১০২৪০ অ্যাক্টিভেট করতে পারছি না । কী করণীয় ?
![]()
এন্টারপ্রাইজ এভয়েড করা সম্ভবত বেটার আইডিয়া ছিল, কোন বাড়তি সুবিধা নাই + এইটা আপনার ফাইনাল রিলিজে সম্ভবত একটা প্যারা দিবে, ওরা এইটার ফ্রী আপগ্রেড কোন অপশন রাখে নাই। লিটারেলি টাকা দিয়ে কিনতে হবে।
এনিওয়ে, এক্টিভেট না হওয়া কোন সমস্যা না, আপনি আপনার মত ইউজ করতে থাকেন, ইন্টারনাল আপডেটে ওরা নিজেরাই ফিক্স করে নিবে। আমার দুইবার এইরকম হয়েছে প্রো তে। নিজে নিজেই ঠিক হয়ে গেছে।
2 minutes and 34 seconds after:
PS: Windows 10 Mobile Build 166: ভালই লাগছে। মাঝে মধ্যে অবশ্য হ্যাং হচ্ছে, টুকটাক সমস্যার বাইরে ওভারঅল ভালই লাগছে। নেক্সট রিলিজে মেলা ইমপ্রুভ করবে মনে হচ্ছে।
বিল্ড ১০১৬৬ ডাউনলোড করার আগে ইনভারবাবুর স্ক্রিনশট দেখে মন চাইল এন্টারপ্রাইজ ডাউনলোড করার।
যাই হোক , ইন্টারনেটে পেয়ে গেলাম অ্যাক্টিভেট করার উপায় । হয়ে গেছে । কদ্দিন থাকবে , তা জানি না অবশ্য।
উইন্ডোজ ১০ প্রো। TH1 10240. গতকাল পেলুম।
আর আপেক্ষা করতে পারলাম না
আচ্ছা ক্রোমে কি সোলাায়মানলিপি অতিরিক্ত ছোট লাগছে কারও?
মাইক্রোসফ্ট এজে ঠিক আছে ফন্ট সাইজ। ক্রোমে ছোট হয়ে গেছে।
আচ্ছা ক্রোমে কি সোলাায়মানলিপি অতিরিক্ত ছোট লাগছে কারও?
![]()
মাইক্রোসফ্ট এজে ঠিক আছে ফন্ট সাইজ। ক্রোমে ছোট হয়ে গেছে।
একটু ছোট বোধ হয়, তবে অতিরিক্ত নয়।
ইয়ে, উইন্ডোজ ১০ আইওটি ইনসাইডার প্রিভিউ র্যাস্পবেরি পাই ২ -তে দিলাম। দেখি কী করা যায়
সাইফ দি বস ৭ লিখেছেন:আচ্ছা ক্রোমে কি সোলাায়মানলিপি অতিরিক্ত ছোট লাগছে কারও?
![]()
মাইক্রোসফ্ট এজে ঠিক আছে ফন্ট সাইজ। ক্রোমে ছোট হয়ে গেছে।একটু ছোট বোধ হয়, তবে অতিরিক্ত নয়।
ইয়ে, উইন্ডোজ ১০ আইওটি ইনসাইডার প্রিভিউ র্যাস্পবেরি পাই ২ -তে দিলাম। দেখি কী করা যায়
আমার ক্রোমে ফন্ট দেখাতোই না ঠিকমত। শেষে Noto Sans Bengali দিয়ে রিপ্লেস মেরেছি। বেটার।
IOT তে আদৌ আছে কিছু ?
আমার রাস্পবেরী পাই মনে হচ্ছে সেল করে দিবো।
shameless plug: ইহা ট্রাই করিতে পারেন। stylish এক্সটেনশনটা ইনস্টল করা থাকতে হবে।
১০ ব্যাবহার করতেছি বছর খানেক হয়ে আসল... ৮/৯তে কি ছিল/ছিলনা ভুলে গেছি। ১০ এ নতুন ঠিক কি কি ফিচার যুক্ত হয়েছে যা উইন্ডোজ ৯ তে ছিলনা? একটা পরিস্কার বুলেট পয়েন্ট লিস্ট দিনতো...
১০ ব্যাবহার করতেছি বছর খানেক হয়ে আসল... ৮/৯তে কি ছিল/ছিলনা ভুলে গেছি। ১০ এ নতুন ঠিক কি কি ফিচার যুক্ত হয়েছে যা উইন্ডোজ ৯ তে ছিলনা? একটা পরিস্কার বুলেট পয়েন্ট লিস্ট দিনতো...
Features in Windows 10:
a) Cortana
b) Start Menu
c) Notification Center
d) Wifi Share within contacts
e) Multi-tasking window
f) Much Better Interface
g) It's 10 ( Because the best OS in the world also happens to be the 10. )
h) Terminal Improvements
i) Store Improvement
j) Universal Apps (One OS, every device)
k) Windows Update via Local Machines / Network or Through main server (Ensures faster updates)
আপাতত এইগুলা মনে পড়তেছে, বাকিগুলা মনে নাই।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর
০.০৮৯৪৭৮৯৬৯৫৭৩৯৭৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.১৫৯৪৬৩৮৯৮৪০৭ টি কোয়েরী চলেছে