টপিকঃ লিলি! যে ক্যামেরা আপনাকে অনুসরন করে
মনে করুন সাইকেল চালাচ্ছেন। কিন্তু সেটার ভিডিও কিংবা ছবি আপনি তুলতে পারছেননা। গোপ্রো এর মত এ্যাকশন ক্যাম দিয়ে শুধু 1st Person View দেখা যায়। আপনার দরকার গেমের মত 3rd person View। সাধারন কোয়াডকপ্টার দিয়ে করবেন। ভালো কথা। কন্ট্রোল করবে কে? এমন হলে কি ভালো হতোনা যেই কোয়াডকপ্টার আপনাকে ফলো করতে থাকবে নিজে থেকে। এই ধারনা থেকেই লিলি কে তৈরী করা হয়েছে। যেই কোয়াডকপ্টার নিজে থেকেই আপনাকে অনুসরন করবে।
ফুল এইচডিতে 60fps এ ভিডিও করে আর ১২MP মানের ছবি তুলতে পারে। এর ফ্লাইট টাইম ২০ মিনিট। আর এটা আপনি যেকোনো অবস্থায় ছুড়ে দিলেই হবে। নিজে নিজেই কাজ করা শুরু করবে। প্রিঅর্ডার মূল্য ৫০০+ ডলার। ইশ ধনি হলে একটা অর্ডার করে ফেলতাম
ওয়েবসাইটঃ https://www.lily.camera/