টপিকঃ বিদ্যুৎ বিল ক্যালকুলেশনের প্রোগ্রাম
প্রতিমাসের বিদ্যুৎ বিল ক্যালকুলেট করার জন্য একটি পোগ্রাম লিখতে চাচ্ছি।
কাহিনী হল আমি প্রোগ্রামিং এ অত বেশি দক্ষ না। আর বাংলাদেশের বিদ্যুৎ বিল একটু অন্যরকমভাবে ক্যালকুলেট করে যা বুঝলাম।
সিস্টেমটা এরকম। কারও যদি ১৫০ ইউনিট আসে, তাহলে প্রথম ৭৫ ইউনিট ৩.৫৩ টাকা, পরের (১৫০-৭৫)=৭৫ ইউনিটের দাম আবার ৫.০১ টাকা। তারপর দুইটা যোগ করতে হবে।
১ম ৭৫ ইউনিটের জন্য দাম = (৭৫*৩.৫৩)=২৬৪.৭৫
পরের ৭৫ ইউনিট (এক্ষেত্রে)= (৭৫*৫.০১)=৩৭৫.৭৫
মিটার বিল=৫৫
মোট: ৬৯৫.৫টাকা
মোটের উপর ৫% ট্যাক্স = ৬৯৫+৫%=৭২৯.৭৫ টাকা।
এই বিশাল টাইপের হিসাবের একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি। সি তে করা যাবে মনে হয়। স্টার্টিং টা কিভাবে হবে (প্রথম ২ স্টেপ দেখায় দিলে বাকিগুলো পারব)। কেউ একটু হেল্প করতে পারবেন?