টপিকঃ গেমিং কম্পিউটার সম্পর্কে তথ্য দরকার

ফোরামের সবাইকে আমার সালাম। আমি ফোরামে নিয়মিত নই। কিন্তু মাঝে মধ্যেই পোস্টগুলো পড়া হয়। ফোরামে অনেকেই কম্পিউটার এক্সপার্ট আছেন। তাই কিছু তথ্য চাচ্ছি।
একটা গেমিং কম্পিউটার কিনতে চাই। কিন্তু কোন ব্র্যান্ডেরটা কিনব বা ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের হার্ডওয়ার দিয়ে একটা পিসি সাজাবো বুঝতে পারতেছিনা। আমার মনিটর, স্পিকার সহ একটা কম্পিউটার সেট দরকার। আমার বাজেট এক লক্ষ টাকার মত। প্লিজ ফোরামের এক্সপার্ট ভাইয়েরা একটা কনফিগারেসন দিন। ব্র্যান্ড পিসি হোক বা না হোক সমস্যা নাই। দয়া করে একটু হার্ডওয়ার কনফিগারেসনটা দিবেন আমাকে। ধন্যবাদ সবাইকে।  smile  smile  smile

স্বাক্ষর এখনও ঠিক করি নাই।

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গেমিং কম্পিউটার সম্পর্কে তথ্য দরকার

কনফিগারেশন তো হাজার হাজার দেওয়া যাবে। তবে মূল জিনিস কয়েকটি...
যাইহোক, একটা স্যাম্পল দেই...
Intel Core i5-4690K
Gigabyte GA-Z97X-UD3H-BK
Gigabyte GeForce GTX 970 G1
A budget SSD
A good power supply
At least 8 gigs of ram
A good casing
Cooling system
বাকি জিনিসগুলো আপনার বাজেট অনুযায়ী কমবেশি করে কিনতে পারেন।

Re: গেমিং কম্পিউটার সম্পর্কে তথ্য দরকার

Re: গেমিং কম্পিউটার সম্পর্কে তথ্য দরকার

সহায়তার জন্য  আপনাদের ধন্যবাদ৷ smile

স্বাক্ষর এখনও ঠিক করি নাই।

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন jrobi924 (৩০-১১-২০১৯ ১২:২০)

Re: গেমিং কম্পিউটার সম্পর্কে তথ্য দরকার