টপিকঃ পাকিস্তানকে বাংলাওয়াশ ! কনগ্রাচুলেশন্স টাইগার্স !!
হ্যাঁ, এটাই বাংলা্ওয়াশ ! অনেক বছর ধরে আমরা অবহেলিত ছিলাম বিশ্বের কাছে। কারন, অন্য দলগুলোর তুলনায় আমরা ক্রিকেটে তখনো অকেটাই নবীন ছিলাম। বাট দিস ইজ দ্য হাই টাইম টু প্রুভ দ্যাট, উই বিকাম ম্যাচিউর। আজ পাকিস্তানকে “বাংলা ওয়াশ” করার মাধ্যমে আমরা ক্রিকেটে আমাদের সার্মথ্য এবং ম্যাচুরিটির প্রমান দিয়েছি। ৩-০ তে পাকিস্তানকে বাংলাওয়াশ করায় “বাংলাদেশ ক্রিকেট দলকে” অভিনন্দন! কনগ্রাচুলেশান্স টাইগার্স !! এবার টপ দলগুলো বাংলাদেশের সাথে ক্রিকেট খেলার সুযোগ পার্থণা করে লাইনে দাঁড়াও। আরে এই লাইনে সবার শেষে দাঁড়াবা “চিটার টীম ইন্ডিয়া”। লাভ ইয়্যু “টীম বাংলাদেশ”।