টপিকঃ ইমেইল মার্কেটিং সফটওয়্যার
ইমেইল মার্কেটিং একটি পাওয়ারফুর অনলাইন মার্কেটিং সফটওয়্যার, এই সফটওয়ার অটোমেটিক রিপস্নাই করতে পারে, একই সাথে একাধিক মেইলে একই সময়ে মেইল সেন্ড করতে পারে, একাধিক আনলিমিটেড সেকোয়েন্স মেইল সেন্ড করতে পারে। একাধিক এটাচমেন্ট এড করতে পারে। এই ইমেইল মার্কেটিং সফটওয়্যার এ এইচটিএমএল ইডিটর থাকায় এইচটিএমএল ডিজাইন করা যায় এবং এইচটিএমএল ফরমেট মেইল সাপোর্ট করে। এসএমটিপি সার্ভার যোগ করার প্রয়োজন হলে এসএমটিপি সার্ভার যোগ করা যায়, কোথাও থেকে মেইল লিস্ট কালেকশন করে এনে মেইল লিস্ট এড করে দেওয়া যায়। যে মেইল গুলে রিপস্নাই করবে সেগুলোর ডিসপেস্ন সিস্টেম থাকায় মেইল রিপস্নাই আপনি স্ব চোখে দেখতে পাবেন। এই ইমেইল মার্কেটিং সফটওয়্যার এর মেইল সেন্ড রিসিপ্ট পরিসংখ্যান দেখা যায়। সফটওয়ার টি অটোমেটিক মেইল রিসিপ্টরের ফাস্ট নেম ও লাস্ট নেম মেজেস কনটেন্টে এর দেখানো যায়। সফটওয়্যার টিতে যতগুলো ইমেইল যুক্ত করা থাকবে সেগুলো আবার বের করে নিয়ে অন্যত্র সংরÿন করতে পারবেন। সফটওয়্যারটিতে বস্নাকলিস্ট অপশন থাকায় আনওয়ান্টেড মেইল রিপস্নাই থেকে বিরত থাকতে পারবেন। আরো পাবেন ফলোআপ রিপস্নাই সিস্টেম। ইন্টারভাল ইমেইল রিপস্নাই সিস্টেম, মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস এর মাধ্যমে অনেক সুন্দর ডিজাইন মেইল পাঠাতে পারবেন। জিমেইল এবং ইয়াহুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আপনি চাইলেই নতুন কিছু যোগ করতে পারবেন, আপডেট ও ডিলেট করতে পারবেন। চমৎকার সব ডকুমেন্টটেশন নিয়ে এই সফটওয়্যার টি তৈরি করা হয়েছে। সফটওয়্যার টি ওয়েব বেজড পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো বিধায় অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। আমরা দিচ্ছি ফ্রি ইন্সটলেশন ও আপগ্রেড, বিশেষ করে এই সফটয়্যার টি সিপিএ ও এ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অসাধারন একটি সফটওয়্যার।
সফটওয়্যার টি পাওয়ার জন্য যোগাযোগ করম্নন
মোবাইল ০১৯১১-২৭৩৭৭০
স্কাইপি: mirrorbd
email: xoombd@gmail.com