টপিকঃ ল্যাপটপ এর পাওয়ার এ সমস্যা

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপ এর পাওয়ার এ সমস্যা

ভাই পাওয়ারে না এডাপ্টারে সমস্যা। এইটা ডেলের কমন একটা সমস্যা। আপনি উত্তরায় দেখান। আমার ফ্রেন্ডের ল্যাপু নিয়া সারা মাল্টিপ্ল্যান ঘুরছি। ওরা বলেছিল মাদারবোর্ড সমস্যা। কিন্তু সমস্যা মাদারবোর্ডে ছিল না। ছিল পাওয়ার এডাপ্টারে।

এরপর উত্তরার এইচ.এম প্লাজা থেকে ৭০০ টাকা দিয়ে এডাপ্টার কিনে লাগানোর পর দিব্যি চলছে ল্যাপটপ টি। তাই দোকানে গিয়ে বলবেন যে, পাওয়ার এডাপ্টার দেন। অনেক এডাপ্টার কাজ নাও করতে পারে। মানে এডাপ্টার কানেক্ট করলে চার্জ নিবে না। আর বার বার এই ম্যাসেজ টা শো করবে।

কেননা ৬৫ বা তার বেশী ওয়াটের এডাপ্টার লাগালেই এই সমস্যার সামধান পাবেন।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপ এর পাওয়ার এ সমস্যা

এডাপ্টার সম্ভবত প্রোপার পাওয়ার দিতে পারছে না। অফ করে রেখে চার্জ দেয়ার ট্রাই করেন। তারপর জাস্ট ব্যাটারী মোডে চালু করলে কি বলে দেখেন। এডাপ্টর ঠিকমত কাজ না করলে প্রসেসর ক্লক লিমিট করবে, পারফর্মেন্স কমা শুরু করবে।

Re: ল্যাপটপ এর পাওয়ার এ সমস্যা

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপ এর পাওয়ার এ সমস্যা

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত