টপিকঃ fun
বল্টু পরিক্ষা দিচ্ছে।
প্রশ্ন-নিউটনের
সুত্রের বিবরন দাও।
বল্টুর উত্তর
.
.
.
.
.
একদিন নিউটন রাস্তা
দিয়ে যাচ্ছেন।
তিনি দেখলেন একটি
ছাগল তার
সামনে দিয়ে যাচ্ছে।
তিনি ছাগলটিকে
থামালেন ব্যস
আবিষ্কার
হয়ে গেল প্রথম সুত্র
কোন কিছু
না থামালে তা চলতেই
থাকে।
এরপর তিনি F বল
নিয়ে ছাগলকে লাথি
মারলেন।
ছাগল বলে উঠল
ম্যা (MA)।
আবিষ্কার হয়ে গেল
দ্বিতীয় সুত্র
F=MA.
এবার
তিনি ছাগলকে আরো
জোরে লাথি
দিলেন।
ছাগল তাকে এবার তার
শিং দিয়ে
গুতো দিল।
তখন তিনি একটি
কথা বুঝতে পারলেন
যা তার
3 নম্বর সুত্র।
প্রত্যেক ক্রিয়ারই
একটি সমান ও
বিপরীতমুখী
প্রতিক্রীয়া আছে।!
স্যার খাতা দেখে
অজ্ঞান ।!
Copy post > শেখ নাজীবুর রহমান