১৪১

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

সকাল ৭টা থেকে বিদ্যুত নেই বলে খেলা দেখতে পারছি না। sad

২য় টেস্টে বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিং বেছে নিয়েছে। ইতিমধ্যেই তার সুফল পেয়েছে টাইগার বাহিনী। পাকিস্তান ১১ ওভারে ১ উইকেটে ৩৮ রান করেছে।

১৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (০৬-০৫-২০১৫ ১৪:৩২)

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

২৪ রান করে সামি শেষ  thumbs_up  অভিনন্দন #টাইগার্স

১৪৩

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

নির্বাচকরা মনে হয় ভাবছিলে এই ম্যাচেও শুধু ব্যাটিং দিয়েই পার পাওয়া যাবে। শাহাদাত আর শুভাগত হোমকে এই ম্যাচে নিয়ে আদৌ কোন লাভ হবে কিনা কে জানে! hmm

১৪৪

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

মুশফিক আর তামিম বল করতে আসবে কখন? বাকী সবাই (৯ জন) যখন বল করলো এরাই বা বাদ যাবে কেন? ১১ জন বোলার ব্যবহারের রেকর্ড করলো না হয় বাংলাদেশ। মুশফিকের বোলিং-এর সময় ইমরুলকে উইকেটের পেছনটা সামলানোর দায়িত্বটা দিলেইতো হয়। বেচারা ইমরুল কায়েস... গত ম্যাচে উইকেট কিপিং করলো, এরপর ব্যাটিং করলো লম্বা সময় ধরে। এই ম্যাচে ফিল্ডিং এর পাশাপাশি বোলিংও করলো। বাকী থাকলো তার আম্পায়ারিং করাটা।

১৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (০৯-০৫-২০১৫ ০৭:৫৭)

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

ওদের সমস্যাটা কি বুঝতেছিনা।
খেলা হচ্ছে টেস্ট, অথচ ওরা খেলছে টি-২০  roll
খেলা বাকি পুরা দুই দিন (গতকাল সহ গুনলে তিন দিন!) অথচ তামিমের স্ট্রাইকরেট ৭৬, মমিনুলের স্ট্রাইকরেট ১১৫! সংযমবোধ শব্দটা ওরা সম্ভবত কখনো শোনেনাই।  hmm

পাকিদের তিন দিন একটানা বল করাতে পারলে কিযে তৃপ্তি পাওয়া যেত সেটা যদি একটু বুঝত!

১৪৬

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

তামিম  ব্যাটসম্যান হিসেবে যাই হোক... ব্যাক্তি হিসেবে চরম অধৈর্য্য একটা লোক!

১৪৭

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

মাহমুদুল্লাহ গেল...

You are the one who thinks that i didn't get the point, so do i think of you...what a coincidence!!

১৪৮

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

এই টেস্ট দেখে মনে হচ্ছে ....... ব্যাটসম্যানদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কার আগে কে ড্রেসিং রুমে ফিরবে।  sad

১৪৯

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

বাঘ হারছে ছাগলের কাছে।

১৫০

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

এই হারটা টাইগারদের জন্য "ওয়েক-আপ কল" হবে আশা করি sad

১৫১

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

১৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৩-০৫-২০১৫ ১২:১৩)

Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)

এই টপিকের প্রয়োজনীয়তা মনে হয় শেষ তার পরেও নিজের মনোভবটা একটু ব্যাক্ত করি

বাংলাদেশ এর শেষ টেষ্ট এর পারফরম্যানস এ হতাশ হয়েছি।সারা সিরিজ এ দাপটের সাথে খেলে শেষের দিকে এসে এরকম হার। এ যেন তীরে এসে তরী ডুবানোর মত অবস্থা।তবে এই টেষ্ট থেকে অন্তত একটা বিষয়ে ক্লিয়ার শর্টার ভার্সনে আমরা যথেষ্ট উন্নতি করলেও লংগার ভার্সনের ক্রিকেটে আমাদের এখন ও অনেক ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন আছে।আমাদের আরও বেশি করে টেষ্ট ম্যাচ খেলার দরকার যেখানে পাকিস্তানের ইউনুস খানের  টেষ্ট এ ৯৭ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সেখানে পুরো বাংলাদেশ টিম এর এই দীর্ঘ ১৬ বছরে ৮৯ টি টেষ্ট খেলার অভিজ্ঞতা আছে।আশাকরছি বেশি করে টেষ্ট ম্যাচ খেলার মাধ্যমে আমরা লংগার ভার্সনের ক্রিকেটে আরও ইমপ্রুভ করতে পারব।

তবে উপরে যেভাবে হতাশা ব্যক্ত করলাম ঐ রকম অতটা হতাশ আবার নয়।কারন দারুন একটা সিরিজ পার করলাম আমরা।দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের সাথে জয়, শুধু জয়িই না সিরিজ জয়। শুধু সিরিজ জয় বললে কি হবে হোয়াইটওয়াশ পর্যন্ত করে ফেললাম।এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে।তার মধ্যে আবার টি-টুয়েন্টিতেও জয়।তার পরে আবার আইসিসির Ranking এ পাকিস্তানের চেয়ে উপরে উঠে আসা।সুতরাং হিসাব নিকাশ করলে প্রাপ্তির খাতাটা আমাদের অনেক বেশি ভারি।

আমি এখন খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি ইন্দো-বাংলা সিরিজের জন্য।আশাকরছি পাকিস্তান সিরিজের চেয়ে এই ইন্দো-বাংলা সিরিজ আরও এক্সাইটিং হবে smile

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।