এই টপিকের প্রয়োজনীয়তা মনে হয় শেষ তার পরেও নিজের মনোভবটা একটু ব্যাক্ত করি
বাংলাদেশ এর শেষ টেষ্ট এর পারফরম্যানস এ হতাশ হয়েছি।সারা সিরিজ এ দাপটের সাথে খেলে শেষের দিকে এসে এরকম হার। এ যেন তীরে এসে তরী ডুবানোর মত অবস্থা।তবে এই টেষ্ট থেকে অন্তত একটা বিষয়ে ক্লিয়ার শর্টার ভার্সনে আমরা যথেষ্ট উন্নতি করলেও লংগার ভার্সনের ক্রিকেটে আমাদের এখন ও অনেক ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন আছে।আমাদের আরও বেশি করে টেষ্ট ম্যাচ খেলার দরকার যেখানে পাকিস্তানের ইউনুস খানের টেষ্ট এ ৯৭ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সেখানে পুরো বাংলাদেশ টিম এর এই দীর্ঘ ১৬ বছরে ৮৯ টি টেষ্ট খেলার অভিজ্ঞতা আছে।আশাকরছি বেশি করে টেষ্ট ম্যাচ খেলার মাধ্যমে আমরা লংগার ভার্সনের ক্রিকেটে আরও ইমপ্রুভ করতে পারব।
তবে উপরে যেভাবে হতাশা ব্যক্ত করলাম ঐ রকম অতটা হতাশ আবার নয়।কারন দারুন একটা সিরিজ পার করলাম আমরা।দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের সাথে জয়, শুধু জয়িই না সিরিজ জয়। শুধু সিরিজ জয় বললে কি হবে হোয়াইটওয়াশ পর্যন্ত করে ফেললাম।এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে।তার মধ্যে আবার টি-টুয়েন্টিতেও জয়।তার পরে আবার আইসিসির Ranking এ পাকিস্তানের চেয়ে উপরে উঠে আসা।সুতরাং হিসাব নিকাশ করলে প্রাপ্তির খাতাটা আমাদের অনেক বেশি ভারি।
আমি এখন খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি ইন্দো-বাংলা সিরিজের জন্য।আশাকরছি পাকিস্তান সিরিজের চেয়ে এই ইন্দো-বাংলা সিরিজ আরও এক্সাইটিং হবে 
অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।