Re: বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
কারেন্ট চলে গেল
অনলাইনে দেখার উপায় কি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
কারেন্ট চলে গেল
অনলাইনে দেখার উপায় কি ?
গতকালকের ম্যাচে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন।
* ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান।
* যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি।
* এক ইনিংসে এই প্রথম দুই সেঞ্চুরি।
গতকালকের ম্যাচে ঐ রকম এক্সসাইটমেন্ট ফিল করিনি।যে রকম এক্সসাইটমেন্ট ফিল করেছিলাম প্রস্তুতি ম্যাচে।গতকালকের ম্যাচ দেখেই বুঝতে পারছিলাম যে বাংলাদেশ জিততে যাচ্ছে।তবে আমার অত এক্সসাইটমেন্ট ফিল করার দরকার নেই বাংলাদেশ বাকি সব ম্যাচগুলোতে পাকিস্তানকে এই রকম ধোলাই দিবে এই প্রত্যাশায় রাখি
পাকিস্তান ৫৮/৩
মারখোর বাহিনীর প্রধান আউট
59/4
অনেক দিনের আশা পাকিস্তান ও ইন্ডিয়ারে হোয়াইট-ওয়াশ করার। বোধহয় পাকিস্তানকে দিয়েই্ আশা পূরন হওয়ার পথে। আজকের ম্যাচে তো ইনশাআল্লাহ জতবে, থার্ড ম্যাচেও জিতবে।
1 minute and 13 seconds after:
Live here-
http://cricmelive.tv/pak-vs-ban-2nd-odi-live.php
http://p2pmonster.eu/live-events/cricket.html#61815
http://watchcricket.net
কি খেলা দেখাল!!!
এক বালতি আফসোস তাদের জন্য যারা অপেক্ষায় ছিলেন কখন তামিম আউট হবে... আর ওনারা সমালোচনার বস্তা খুলবেন।
বাংলা ওয়াশ এখনও বাকি
দারুন মুহুর্ত ছিল কালকেও
সিরিজ জয় হলো এবার বাংলা ওয়াশের অপেক্ষায় ।
দুইদিন ধরে ক্রিকইনফো,পিটিভি স্পোর্টস,জিওনিউজ আর টাইমঅফ ইন্ডিয়াগুলোকে ফলো করছিলাম। সবাই বাংলাদেশ এর সমালোচনা করতে চেয়ে ও সমালোচনা করতে পারছেনা কারন খেলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এর যোগ্য জবাব দিয়ে দিয়েছে।আমার মতে এইটাই হওয়া উচিত কথা নয় খেলার মাধ্যমে সবাইকে এর জবাব দেওয়া উচিত
বাই বাংলাদেশ এর সমালোচনা করতে চেয়ে ও সমালোচনা করতে পারছেনা
ওদের সমালোচনা করার মত কোন কাজ এ মুহুর্তে বাংলাদেশ করছে বলেতো মনে হয় না।
খেলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল এর যোগ্য জবাব দিয়ে দিয়েছে।আমার মতে এইটাই হওয়া উচিত কথা নয় খেলার মাধ্যমে সবাইকে এর জবাব দেওয়া উচিত
একমত ।
সেজান লিখেছেন:বাই বাংলাদেশ এর সমালোচনা করতে চেয়ে ও সমালোচনা করতে পারছেনা
ওদের সমালোচনা করার মত কোন কাজ এ মুহুর্তে বাংলাদেশ করছে বলেতো মনে হয় না।
তাতো অবশ্যই কিন্তু ওরা ভাল খেললেও তো এর কৃতিত্ব সহজে বাংলাদেশকে দিতে চায় না।একটা না একটা উছিলা খুজে কিছু নেগেটিভিটি বলার চেষ্টা করে।তবে যারা রিয়েলি স্পোর্টসম্যান মনোভব টাইপের তারা সঠিক সমালোচনা বা সঠিক প্রশংসাটাই করার চেষ্টা করেন।
অধীর আগ্রহে বাংলা ওয়াশের অপেক্ষা করছি।
আজকে বিডির অবস্থা খারাপ এখনো পর্যন্ত, পিটায়া ফাটায়া ফেলতেসে....
খারাপ অবস্থা
পাকি ধুমাইয়া রান করতাছে
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ (ওয়ানডে - টিটুয়েন্টি- টেস্ট)
০.০৬৮৯৪২৭৮৫২৬৩০৬২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৬১২০৮৭১৬০৭০৬ টি কোয়েরী চলেছে