Re: নতুন গ্রাফিক্স কার্ড ও ওয়েব ক্যাম কেনার পরামর্শ
5450 মেলা আগের কার্ড, বছর ২-৩ পুরানো। + এইটা মেডিকোর কার্ড, আপনার বিল্টইন কার্ডই প্রায় এইটার কাছাকাছি পারফর্মেন্স দিতে পারে মোটামুটি।
আরেকটু বেটার কার্ড নিতে পারেন। ১৫ বাজেটে + ভাল একটা পিএসইউ সাথে। কারন, পিএসইউ পাওয়ার দিতে না পারলে কার্ড আবার ঝিমুনি শুরু করে দিবে।