টপিকঃ নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

তুলনামূলক দীর্ঘক্ষণ চার্জ থাকবে কোন ব্রান্ডের কোন নেটবুকে অথবা ট্যাবে?

আমার মূল কাজ গুগল ম্যাপ ব্রাউজ করা, টুকিটাকি মেইল করা, এমএস অফিস এবং গান বা মুভি দেখা। দিনের বেলা বেশিরভাগ সময় বাসার বাহিরে থাকি। তাই তুলনামূলক বেশীক্ষন চার্জ থাকবে এবং বেটার পারফর্মেন্স পাওয়া যাবে এমন ডিভাইস চাই। অনুগ্রহ করে জ্ঞানীরা একটু বলবেন; নেটবুক না কি ট্যাব কিনবো? কোন ব্র্যান্ড কোন মডেল?

????????????????????????????????????????????????????????????????????
Nothing Like Anything
????????????????????????????????????????????????????????????????????

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন forhan (৩১-০৩-২০১৫ ১৯:৪৫)

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

আমি মনে করি Google Nexus সিরিজের  ট্যাব গুলি দেখতে পারেন। খুবি ভালো সার্ভিস দেয়। আমি নিজে Nexus 10 ব্যবহার করি।  thumbs_up

করি করি করে যাক শেষ পর্যন্ত নিবন্ধন করেই ফেলেছি।

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

যদি লেখালেখি বেশি করেন, তাহলে নেটবুক নেওয়াটাই ভালো হবে। এছাড়া ফুল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য নেটবুক ভালো হবে।

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

আলোচনায় স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চার্জ ও পারফর্মেন্স দুটোই বিবেচ্য বিষয়। কারন আমি দিনের বেলা বেশীর ভাগ সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করি। গুগল ম্যাপ+জিপিএস খুবই প্রয়োজনীয় । সেই সাথে অনেক চার্জ থাকতে হবে এমন ডিভাইস চাই । আমার বাজেট around ৩০০০০/= টাকা।

কোন ব্র্যান্ডের+কোন মডেলের কোন ট্যাব বা নেটবুক বা অন্যকোন ডিভাইস উপযুক্ত হবে তা জানাবেন প্লিজ।

????????????????????????????????????????????????????????????????????
Nothing Like Anything
????????????????????????????????????????????????????????????????????

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

১০

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

গুগল নেক্সাস কিনুন। তবে সাথে একটা একস্ট্রা এক্সটার্নাল পাওয়ার সোর্স কিনে নিবেন।

১১

Re: নেটবুক বা ট্যাব কেনার বিষয়ে পরামর্শ।

nexas এর দাম কত গো? thumbs_up

rokibuzzamankhokon