টপিকঃ বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ শেষে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার গ্রহণ করছেন আম্পায়ার আলিম দার।
পুরস্কার গ্রহণকালে তিনি বলেন "বাংলাদেশ অনেক কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে মাসরাফি আর রুবেলকে নিয়ে ভয়েই ছিলাম যে কখন স্টাম তুলে আমারে দৌড়ানি দেয়। কিন্তু সব কিছু ভালয় ভালয় শেষ হওয়ায় ভালই লাগছে। " ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ায় ইন্ডিয়া তাকে সংবর্ধনা সহ ভারতরত্ন উপাধি দেবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে আজকের ম্যাচে চরম বাজে আম্পায়ারিং নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী লীগ । তারা এর প্রতিবাদে আগামীকাল মানে ২০ এই মার্চ হরতালের ডাক দিয়েছেন । হরতালের স্থান নির্ধারন নিয়ে এখন দলটির সিনিয়র নেতারা বৈঠক করছেন ।