টপিকঃ আমি কিংবদন্তির কথা বলছি, আমি মাশরাফির কথা বলছি
আজ ভারতের সাথে কোয়ার্টার জিতলে মাশরাফি হবেন কিংবদন্তি ক্রিকেটার। তিনি বাংলাদেশের প্রথম অধিনায়ক যার নেতৃত্বে বাংলাদেশ দল প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। আর আজকের খেলা জিতলেই সেমিফাইনাল। তাছাড়া ভারতকে হারানোর আনন্দ অন্যরকম। ইতিহাস অবশ্যই বাংলাদেশের পক্ষে। ২০০৭ এর বিশ্বকাপ এবং ২০১২ এর এশিয়া কাপে ভারত বাংলাদেশের কাছে ধরাশয়ী হয়। সবাই বলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আজ আবার সেটাই। আজ আবার বাংলাদেশ ভারতকে ধরাশয়ী করবে। সেই সাথে কিংবদন্তির খাতায় নাম উঠবে মাশরাফির। সাবাস মাশরাফি, সাবাস বাংলাদেশ।