টপিকঃ গ্রাফিক্স কার্ড সেট আপ সম্পর্কিত এর সাহায্য
ভাইয়ারা আমি আগে কখনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করি নি । আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই আনেক গেম খেলেছি কিন্তু সমস্যা হল এখন গ্রাফিক্স কার্ড লাগানোর পর ও বড় বড় গেম গুলো ভালো মত খেলতে পারছি না। যেমন : ফেবল এনিভারসেরি, ডেভিল মে ক্রাই-৫। গ্রাফিক্স কার্ড ছাড়া তুলনা মুলক ছোট গেম গুলো আগে খেলতে পরতাম; যেমন: টম রাইডার, ইনক্রেডিবল হাল্ক, স্পাইডার ম্যান-২।, এখন ও পারি। কিন্তু বড় গেম যার জন্য গ্রাফিক্স কার্ড কিনলাম সেগুলোর না ভিজুয়েল কোযালিটি ভালো দেখায় না স্মুথলি খেলতে পারছি। স্লো আর আটকে আটকে আসে।
আমি SAPPHIRE (Radeon) HD5450 DDR3 ২ জিবি গ্রাফিক্স কার্ড লাগিয়েছি। সেট আপ ও দিলাম সিডি দিয়ে।
সেট আপ এ দুইটি ওপশন আছে
১/ Express
২/ Custom
এখন আমি Custom নির্বাচন করে সবগুলেকে মার্ক করে ইন্সল করেছি।
বাড়তি সফ্টওয়ার বলতে .net Frem work, Vcard, Directx ইন্সটল করেছি।
এখন আমাকে আর কি করতে হবে?
নাকি গ্রাফিক্সের কোন অপশন চেন্জ করতে হবে। মানে Radeon Catalist Control Center থেকে গেম এর কোন অপশন পরিবর্তন করতে হবে?
একটু বিস্তারিতো জানালে ইপকৃত হব।